কৃত্তিম উপায়ে সামুদ্রিক মাছ চাষে আগ্রহী রাজ্য মৎস্য উন্নয়ন নিগম

0 0
Read Time:2 Minute, 37 Second

নিউজ ডেস্ক:কৃত্তিম উপায়ে সামুদ্রিক মাছ চাষে আগ্রহী রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। নদীর মাছের পাশাপাশি সামুদ্রিক মাছের চাহিদা বাড়ছে। সামুদ্রিক মাছের আমদানি অনেক সময় কম থাকায় চাহিদার ঘাটতি রয়ে যায়। কৃত্রিম উপায়ে সামুদ্রিক মাছ চাষে সফলতা লাভ করছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের দাবি। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কেরলের সঙ্গে পাল্লা দিয়ে কৃত্রিম উপায়ে সামুদ্রিক মাছ চাষের সাফল্যকে পুঁজি করেই দেশি-বিদেশি বাজার ধরতে নেমেছে রাজ্য।

গত চার বছর ধরে পূর্ব মেদিনীপুরের আলমপুর, দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ ও হেনরি আইল্যান্ডে পরীক্ষামূলক ভাবে এই তিন ধরনের সামুদ্রিক মাছের চাষ করে সাফল্য পেয়েছে মৎস্য উন্নয়ন নিগম। রাজ্য মৎস্য উন্নয়ন নিগম সূত্রের খবর, চলতি বছরে প্রায় ১৭ লক্ষ টাকার চ্যানোস মাছ বিক্রি করা হয়েছে। সম্প্রতি দিল্লির বিশ্ব খাদ্য উৎসবে কোবিয়া মাছ নিয়ে গিয়ে বিপুল সাড়া পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন রাজ্যের মৎস্য কর্তারা।মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহের জানান, সামুদ্রিক মাছ কেনার জন্য বিভিন্ন রফতানিকারী সংস্থা যোগাযোগ করছেন। তার থেকে যথেষ্ট লাভ হচ্ছে। মৎস্য দফতর সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কেরলে অনেক আগে থেকেই সমুদ্রের মধ্যে খাঁচায় সামুদ্রিক মাছের চাষ হচ্ছে। পুকুরে কৃত্রিম ভাবে সিলভার, পমপ্যানোর চাষ শুরু হয়েছে একমাত্র অন্ধ্রপ্রদেশেই। রাজ্যে সব ধরনের সামুদ্রিক মাছই পুকুরে কৃত্রিম ভাবে চাষ করা সম্ভব। আগামী দিনে এরাজ্যে ও বিপুল সংখ্যক সামুদ্রিক মাছ পুকুরে চাষ করা হবে বলে মৎস্য দপ্তর সূত্রে খবর।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!