এবার শিয়ালদহ থেকেও মিলবে মেট্রো, খসাতে হবে বাড়তি ভাড়া

0 0
Read Time:1 Minute, 49 Second

নিউজ ডেস্ক চলতি বছরের মার্চ মাস থেকেই শুরু হতে চলেছে শিয়ালদহ মেট্রো। সেইমতো মার্চের দ্বিতীয় সপ্তাহে স্টেশন পরিদর্শণে আসার কথা রয়েছে সিআরএস কর্তাদের। তাদের তরফে সবুজ সঙ্কেত মিললেই এবার শিয়ালদহ থেকেও মিলবে মেট্রো পরিষেবা।

সাধারনত দমদম থেকে নিকটবর্তী কোনও স্টেশনে যেতে ভাড়া লাগে পাঁচ টাকা। তবে সেই সুবিধা থাকছেনা শিয়ালদহ স্টেশনে। একদিকে রয়েছে ফুলবাগান উল্টোদিকে রয়েছে এসপ্ল্যানেড। দুই স্টেশনেরই দূরত্ব দু’কিলোমিটারের থেকে অনেকটাই বেশি। সেজন্য শিয়ালদহ মেট্রো স্টেশনের সর্বনিম্ন ভাড়া হতে চলেছে দশ টাকা। একইরকম ভাবে সল্টলেক সেক্টর ফাইভ অব্দি যেতে খরচ করতে হবে ২০ টাকা।

এছাড়া উন্নত পরিকাঠামো ব্যবস্থা থাকছে গোটা স্টেশন চত্বরে। জানা গিয়েছে, সমস্ত যাত্রীদের সুবিধার্থে দুটি লাইনের জন্য নির্মিত হচ্ছে তিনটি প্ল্যাটফর্ম। উভয় দিকেই রাখা হচ্ছে স্ক্রীনডোর। সেইসঙ্গে যাত্রীদের চাপ সামাল দিতে গোটা স্টেশনে থাকছে ৯ টি সিঁড়ি, ২৭ টি টিকিট কাউণ্টার ও ১৯ টি এস্কেলেটর। যাত্রীরা লোকাল ট্রেন থেকে নেমেই যাতে মেট্রো স্টেশনে আসতে পারেন সেজন্য থাকছে বিশেষ ব্যবস্থা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!