চাঁদা তুলতে গিয়েই ডাম্পারের চাকায় পদপিষ্ট হয়ে মৃত্যু যুবকের

0 0
Read Time:2 Minute, 39 Second

নিউজ ডেস্ক কালী পুজোর চাঁদা তুলতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। আহত আরো 2 জন। ঘটনাটি ঘটেছে রানাঘাট থানার অন্তর্গত তারা পুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ গাজীপুর ময়দানপুড়ে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি একটি ছোট গাড়ি কে চাঁদার জন্য দাঁড় করানোর পর পিছন থেকে আসছিলো পিচ মাখানো খোয়া ভর্তি ডাম্পার গারিটি।

তখন চাঁদা ধরার সময় ঐ যুবকটি পাশে লাফিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই চলন্ত ডাম্পারের নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শুভজিৎ বিশ্বাস নামে ওই যুবকের। এই ঘটনায় আরো দুই জন আহত হয়। আহতদেরকে তড়িঘড়ি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানাঘাট পুলিশ প্রশাসন।

ঘটনাস্থল থেকে মৃত যুবকের দেহ উদ্ধার করে পুলিশ অ্যাম্বুলেন্সে তোলার পর বিক্ষোভ শুরু করে ক্ষুব্ধ এলাকার মানুষ। এরপর দীর্ঘক্ষন পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলেই আটক করা হয় ডাম্পারের চালককে। দীর্ঘক্ষন বিক্ষোভে শামিল হয় এলাকার মানুষ যার ফলে বলাগর রানাঘাট রোড যানজটের সৃষ্টি হয় এবং সমস্যায় পড়ে সাধারণ নিত্যযাত্রীরা। এখানেই প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। যেখানে রাস্তার উপর চাঁদা ধরা নিষিদ্ধ রয়েছে সেখানে কিভাবে দীর্ঘদিন ধরে চাঁদা তুলছিলেন ওই এলাকার তরুণ-যুবকরা। প্রশ্ন উঠছে প্রশাসনের নজরদারি নিয়ে। বিক্ষোভকারীরা জানান প্রশাসনের কর্তারা উপস্থিত না হলে তারা তাদের বিক্ষোভ তুলবে না এবং প্রশাসনের গাড়ি ছাড়বেন না। এই দাবি ঘিরেই দীর্ঘক্ষণ ধরে প্রশাসনকে আটকে বিক্ষোভ করছেন ক্ষুব্দ এলাকার মানুষ।।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!