বাংলার বহু জেলায় কয়েক ঘণ্টা বন্ধ থাকবে, ইন্টারনেট, ব্রডব্যান্ড পরিষেবা,

0 0
Read Time:2 Minute, 45 Second

নিউজ ডেস্ক পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম এবং দার্জিলিং জেলার কিছু ব্লকে, 7-9 মার্চ, 11 ও 12 মার্চ এবং 14-16 মার্চ । এএনআই-এর মতে, পশ্চিমবঙ্গের জারি করা নির্দেশে বলা হয়েছে যে এই অঞ্চলগুলিতে মাধ্যমিকের পরীক্ষার বিবেচনায় এই তারিখগুলিতে বেআইনি কার্যকলাপের সম্ভাবনা রয়েছে। সে বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এসএমএস, ভয়েস কল ও সংবাদপত্রে কোনও নিষেধাজ্ঞা নেই। এ কারণে জ্ঞান ও তথ্যের মাধ্যমকে নিষিদ্ধ করা হয়নি।

পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের
তত্ত্বাবধানে, 7 মার্চ থেকে মাধ্যমিক শ্রেণির দশম পরীক্ষা শুরু হচ্ছে। মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে, এবার 11 লাখেরও বেশি শিক্ষার্থী পরীক্ষা দেবে। করোনার মধ্যে যাতে নিরাপদ ও নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয় সেজন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা। পরীক্ষা কেন্দ্রে মোবাইল, স্মার্ট ঘড়ি ও যেকোনও ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ নিষিদ্ধ। শিক্ষার্থীদের জলের বোতল, মাস্ক ও স্যানিটাইজার আনতেও বলা হয়েছে। সূত্র জানায়, পরীক্ষার সময় জালিয়াতি রুখতে এসব সেবা স্থগিত করা হয়েছে।

পেপার ফাঁস বন্ধ করাও বোর্ডের জন্য বড় চ্যালেঞ্জ। গত দুই বছর ধরে পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এবার এ বিষয়ে বিশেষভাবে কঠোর হতে বলা হয়েছে। গত বছরগুলিতে মাধ্যমিক পরীক্ষা নিয়ে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম এবং দার্জিলিং জেলায় প্রতারণার অভিযোগ উঠেছে। কয়েক বছর আগে, উত্তর দিনাজপুর জেলার ইটাহারে, নকল বন্ধে কঠোরতার বিরুদ্ধে ছাত্ররা ক্ষেপে হয়ে ওঠে এবং স্কুল ভাঙচুরও করে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!