ফের ‘নো-ফ্লাই জোনের’ আর্জি জেলেনস্কির

0 0
Read Time:2 Minute, 23 Second

নিউজ ডেস্ক রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রায় ২০ দিন হতে চললো। এরই মধ্যে এই যুদ্ধের সমাধান খোঁজার কাজ চলছে লাগাতারভাবে। এদিকে আবার যতদিন
আজ ফের দুই দেশের মধ্যে যুদ্ধ থামানোর আলোচনায় বসছে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধীরা।

এর আগে আগের সপ্তাহে বেলারুশ সীমান্তে তৃতীয় দফার বৈঠকেও বসে রাশিয়া ও ইউক্রেন। সেখানে এবার যুদ্ধের কারণে তৈরি হওয়া মানবিক সমস্যা এবং সাধারণ মানুষদের উদ্ধারের জন্য করিডর তৈরির বিষয়ে আলোচনা হয়।

তবে আলোচনার মধ্যেও যুদ্ধে বিরতি দেয় নি রাশিয়া। এবার ইউক্রেনের পশ্চিমদিকে বোমা মিসাইলের বৃষ্টি শুরু করেছে রাশিয়া। একাধিক এয়ারবেস ধ্বংস করেছে। ইতিমধ্যেই রাজধানী কিয়েভ থেকে উত্তর পূর্বে অবস্থিত চেরনিহিভ শহরে গোলাবর্ষনের খবর মিলেছে।

স্থানীয় প্রশাসন সূত্রের খবর, গোলাবর্ষণ-এ প্রায় ৯ জনের মৃত্য হয়েছে। শহর থেকে প্রায় ১০০টি বোমা উদ্ধার করা হয়েছে, অন্যদিকে মাইকোলাইভ ও খারকিভ পুনর্দখলের চেষ্টা করছে ইউক্রেনীয় সেনা।
এছাড়াও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আজ ফের ন‍্যাটোর কাছে আর্জি জানায় যে, তারা যেন ইউক্রেনের ওপর নো ফ্লাই ঘোষণা করে। যদি এখনই ইউক্রেনের আকাশপথ বন্ধ না করা হয় তাহলে আগামীদিনে ন‍্যাটোর সদস্য দেশগুলির উপরে হামলা চালানোর কথা দুবার ভাববে না রাশিয়া।
রবিবার ইউক্রেনের বেসের মিলিটারির ওপরেও হামলা চালায় রাশিয়া।
অন্যদিকে, রাষ্ট্রসঙ্ঘের তরফেও দ্রুত যুদ্ধবিরতি ঘোষণা ও স্বাস্থ্যকর্মীদের উপরে হামলা থামানোর আর্জি জানানো হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!