মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট নিয়ে রিপোর্ট তলব, কেন্দ্রকে সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট

0 0
Read Time:1 Minute, 46 Second

নিউজ ডেস্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাট নিয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। সোমবার সেই মামলার শুনানিতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে কী ব্যবস্থা নেওয়া হয়েছে কেন্দ্রকে সেই অবস্থান জানানোর নির্দেশ দিল হাইকোর্ট।

উত্তরপ্রদেশ থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রীর বিমানে বিভ্রাট ঘটে এর আগেও একবার একই সমস্যার মুখে পড়েছিলেন। এটা নিয়েই আইনজীবী বিপ্লব রায়চৌধুরী কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। এ দিনের শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে, ‘মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নেওয়া হল? আগামী দু’সপ্তাহের মধ্যে অবস্থান জানাতে হবে কেন্দ্রকে’।

মামলাকারী বলেন, এই ঘটনা নতুন নয়। ২০১৬ তেও মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট হয়েছিল। কেন বার বারএকই ঘটনা ঘটছে তার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন জানাক, মুখ্যমন্ত্রীর সফরের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয়। হাইকোর্ট জানিয়েছে, আগামী ২৪ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!