কাশ্মীরে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু দুই পর্যটকের

0 0
Read Time:2 Minute, 46 Second

নিউজ ডেস্ক কাশ্মীরে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার দুই পর্যটকের। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে কাশ্মীরের গান্ডেরবাল জেলার কঙ্গন থানার গণ্ডুতে ‘শ্রীনগর- লে’ এক্সপ্রেসওয়ের ওপর। পর্যটকবাহী বাসে থাকা আরও প্রায় ২৫ জন পর্যটক জখম হয়েছেন। মৃতরা হলেন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তোড়কোনা গ্রামের বাসিন্দা মালতি কুণ্ডু (৫৫) ও গলসির ইড়কোনা গ্রামের স্মৃতিকা হাজরা

‘দুর্ঘটনাস্থলে দু’জন মারা গিয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে কয়েকজনকে চিকিত্‍সার জন্য শ্রীনগরের হাসপাতালে পাঠানো হয়েছে। 13 মার্চ খণ্ডঘোষ থেকে বুদ্ধগয়া, এলাহবাদ, আগ্রা, বৃন্দাবন, কুরুক্ষেত্র হয়ে পর্যটকবাহী বাসটি মঙ্গলবার রাতে শ্রীনগরে পৌঁছয়। বুধবার শ্রীনগরে প্রকৃতিক দৃশ্য ঘুরে দেখার পর বৃহস্পতিবারও পর্যটকরা দুটি ছোট বাসে চেপে প্রাকৃতিক দৃশ্য ঘুরে দেখার জন্য রওনা দেন।। শ্যামলবাবু বলেন, ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে বেশ কয়েক ফুট নীচে থাকা অন্য রাস্তায় আছড়ে পড়ে। তার জরেই বয়স্ক দুই পর্যটক প্রাণ হারান।’

তোড়কোনা থেকে ছাড়া পর্যটকবাহী বাসের ‘গাইড’ ছিলেন গ্রামেরই বাসিন্দা অসীম তিনি দাবি করেন, ‘পর্যটকরা শ্রীনগর থেকে সেখানকার স্থানীয় বাসে চেপে আশপাশের এলাকা দেখতে বেরিয়েছিলেন। বৃহস্পতিবার দুর্ঘটনায় দু’জন মারা গিয়েছেন। বাকি পর্যটকরা জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখমদের উদ্ধার ও চিকিত্‍সার ব্যবস্থা করার পাশাপাশি মৃতদেহ নিয়ে বর্ধমানে ফিরে আসার ব্যাপারেও কাশ্মীরের পর্যটন বিভাগ সর্বতোভাবে সাহায্য করছে।’ খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ জানান, ময়নাতন্তের পর দ্রুত যাতে মৃতদেহ ফিরিয়ে আনা যায়, চেষ্টা চলছে

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!