লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনতে হয় এই পোকাটিকে

0 0
Read Time:2 Minute, 3 Second

নিউজ ডেস্ক এই পোকাটি সাধারণত গ্রাম বাংলার দিকেই দেখা যায় বেশি এর দাম প্রচুর। ওষুধ তৈরির কাজে লাগে লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনতে হয় এই পোকাটিকে।
বেশির ভাগই লোক পোকামাকড়কে ঘৃণা করে, এই পোকা নাকি কাউকে রাতারাতি কোটিপতি বানিয়ে দিতে পারে। বিশ্ব এই মূল্যবান পোকাটিকে স্ট্যাগ বিটল নামে চেনে। বিরল প্রজাতির এটি। বহু মানুষ আছেন বিশেষ করে যেখানে এই পোকা পাওয়া যায় না সেখানে এই পোকার জন্য এক কোটি টাকা পর্যন্ত খরচ করতেচায়।

স্ট্যাগ বিটল লুকানিডি পরিবারের সদস্য, এটির ১,২০০টি কীটপতঙ্গ প্রজাতির মধ্যে একটি। প্রাথমিকভাবে এর কালো মাথা থেকে বের হওয়া শিং দ্বারা চিহ্নিত করা যেতে পারে। এর গড় আকার ২ থেকে ৪.৮ ইঞ্চি। কয়েক বছর আগে, একজন জাপানি ব্রিডার স্ট্যাগ বিটল ৮৯,০০০ ডলারে বিক্রি করেছিলেন। এখন মানুষ এর জন্য কোটি কোটি টাকা দিতে প্রস্তুত।

এটি পৃথিবীতে পাওয়া সবচেয়ে বড় বিটল যা প্রায় ৮.৫ সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। এই পোকা থেকে অনেক ধরনের ওষুধ তৈরি হয় বলে দাবি করা হয়। বেশিরভাগ স্ট্যাগ বিটল প্রাপ্তবয়স্ক হিসাবে আবির্ভূত হওয়ার কয়েক সপ্তাহ বেঁচে থাকে। উষ্ণ স্থানগুলি এদের জন্য বেশি উপযোগী ।স্ট্যাগ বিটল ডিম থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত সাত বছরের জীবনচক্র সম্পন্ন করে

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!