ময়লার গাড়ি ঠেলেই নিয়ে গেলেন চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান

0 0
Read Time:3 Minute, 22 Second

নিউজ ডেস্ক সেঞ্চুরি হাঁকিয়েছে ডিজেল তাই শান্তিপুর পৌরসভার এক অভিনব প্রতিবাদ কর্মসূচি দেখা গেল শান্তিপুরের রাজপথে, যেহেতু পেট্রোল-ডিজেলের দাম মেরে সেঞ্চুরি পেরিয়ে গেছে তাতে করে যানবাহন পরিচালনা করা ওষ্ঠাগত হয়ে পড়েছে, অসুবিধা হচ্ছে পৌরসভার বিভিন্ন কাজকর্মে ব্যবহৃত যানবাহনের চলাচলে, তাই এদিন শান্তিপুরে তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে এক প্রতীকী বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করতে দেখা গেল, পুরসভায় ব্যবহৃত ময়লা ফেলার গাড়িতে দড়ি লাগিয়ে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হল, এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন শান্তিপুরের চেয়ারম্যান সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক শান্তিপুর আইএনটিটিইউসি সভাপতি সনৎ চক্রবর্তী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ।

শান্তিপুর পৌরসভা থেকে শান্তিপুর ডাকঘর নেতাজি মূর্তি পর্যন্ত এই ময়লা ফেলার গাড়ি টানতে টানতে বিক্ষোভ দেখাতে শুরু করে শান্তিপুরের তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা, শান্তিপুরের চেয়ারম্যান সুব্রত ঘোষ বলছেন যেভাবে ডিজেলের দাম বেড়ে চলেছে তাতে করে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষসহ পৌরসভার একাধিক কাজে তাই এ দিনেই প্রতিটি বিক্ষোভ শুরু হলো শান্তিপুরে যতদিন না পর্যন্ত পেট্রোল-ডিজেলের দাম কমবে নদীয়া জেলা জুড়ে বিক্ষোভ জারি থাকবে।

ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক জানাচ্ছেন তাহলে কি আমাদের আশঙ্কা সত্যি হলো ভেঙে পড়ল ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো যার জন্য দিনকে দিন পেট্রোল ডিজেল এবং বিভিন্ন জিনিসের মূল্য বৃদ্ধি হয়ে চলেছে, যদি এরকম ভাবে জিনিসপত্রের দাম তথা পেট্রোল-ডিজেলের দাম বাড়তে থাকে মানুষ কিভাবে বাঁচবে, শান্তিপুর সহর আইএনটিটিইউসি সভাপতি সনদৎ চক্রবর্তী জানাচ্ছেন কেন্দ্রীয় সরকার দেশটাকে বিক্রি করে দিচ্ছে, ভারতবর্ষকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে তাই আজ পেট্রোল-ডিজেলের দাম দিনকে দিন বেড়েই চলেছে আর সেই কারণেই তাদের এই বিক্ষোভ, তবে আজকের এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠানে শান্তিপুরের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!