IGNOU)-র বেসিক বিএসসি নার্সিং এবং বিএড কোর্সের পরীক্ষা আগামী ৮মে

0 0
Read Time:2 Minute, 13 Second

নিউজ ডেস্ক ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU)-র বেসিক বিএসসি নার্সিং এবং বিএড কোর্সের পরীক্ষা আগামী ৮ মে।

বেসিক বিএসসি নার্সিং এবং বিএড কোর্সের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হয়েছে।

প্রবেশিকা পরীক্ষার জন্য আবেদন জানাতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইট- ignou.ac.in-এর মাধ্যমে আবেদন করতে পারেন।

আবেদনের শেষ দিন: প্রবেশিকা পরীক্ষা ২০২২-এর জন্য আবেদন করার শেষ তারিখ ১৭ এপ্রিল। উভয় কোর্সের জন্য পরীক্ষার সময়কাল ২ ঘণ্টা।

আবেদনের ফি: প্রার্থীদের ১,০০০ টাকা আবেদন ফি দিতে হবে।

বিএসসি নার্সিং-এর জন্য যোগ্যতা: ইন-সার্ভিস নার্স, অর্থাত্‍ রেজিস্টার্ড নার্স এবং রেজিস্টার্ড মিডওয়াইফ (RNRM), যাঁদের ১০+২-সহ তিন বছর, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (GNM) এবং RNRM-এর পরে পেশায় ন্যূনতম দু’বছরের অভিজ্ঞতা রয়েছে।

ইন-সার্ভিস নার্স (RNRM), যাঁরা দশম শ্রেণি (ম্যাট্রিকুলেশন) বা তার সমমানের তিন বছর, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (GNM) এবং আরএনআরএম-এর পরে পেশায় ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা রয়েছে।

বিএড-এর জন্য যোগ্যতা: স্নাতক ডিগ্রি এবং/অথবা সায়েন্স/সোশ্যাল সায়েন্স/কমার্স/হিউম্যানিটিজে স্নাতকোত্তর ডিগ্রিতে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। ৫০ শতাংশ নম্বর-সহ বিজ্ঞান এবং গণিতে বিশেষীকরণ-সহ ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তিতে স্নাতক বা এর সমতুল্য অন্য কোনো যোগ্যতা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!