রাজ্যের কোনও অনুষ্ঠানে বিজেপির বিধায়ক-সাংসদদের আমন্ত্রণ জানানো হয় না

0 0
Read Time:2 Minute, 13 Second

ভিক্টোরিয়া মেমোরিয়ালে আমন্ত্রণ বিতর্কে মুখ খুললেন দিলীপ ঘোষ। পাল্টা রাজ্য সরকারকে একহাত নিয়ে তিনি কটাক্ষ করেন, রাজ্যের কোনও অনুষ্ঠানেও বিজেপির বিধায়ক-সাংসদদের আমন্ত্রণ জানানো হয় না। তাহলে এখন আবার হাহাকার কীসের? প্রশ্ন তুললেন তিনি।

এদিন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ভিক্টোরিয়াতে গতবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জয় শ্রী রাম ধ্বনি ওঠায় অপমানিত বোধ করেছিলেন। তাহলে কেন এবারে আবার আমন্ত্রণ না পেয়ে হাহাকার করছেন! অনুষ্ঠানের ডাক পাওয়া চাই, আবার আমন্ত্রণ না পেলেও দুঃখ। কই আমরা তো হাহাকার করি না। রাজ্য সরকারের তরফ থেকেও তো আমাদের কোনও অনুষ্ঠানে ডাকা হয় না। আমাদের কোনও এমপি, এমএলএ কাউকে ডাকা হয় না। কোন সরকারি কমিটিতে রাখা হয় না আমাদের।”

প্রসঙ্গত, শাহের উপস্থিতিতে দুর্গাপুজোকে UNESCO
-র স্বীকৃতি উদযাপন হবে ভিক্টোরিয়ায়। সেই অনুষ্ঠানেই এখনও পর্যন্ত ‘আমন্ত্রিত নন’ রাজ্যের কেউ। আর তাতেই উসকে উঠেছে বিতর্ক। আমন্ত্রণ ইস্যুকে কেন্দ্র করে ফের উদ্ভূত কেন্দ্র-রাজ্য সংঘাত পরিস্থিতি।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে UNESCO। সেই স্বীকৃতির উদযাপন-ই হবে শুক্রবার সন্ধ্যায় ভিক্টোরিয়ায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!