জরুরি দরজা খুলে গটগট করে হাঁটতে হাঁটতে চলে গেলেন বিমানের ডানায়

0 0
Read Time:2 Minute, 0 Second

নিউজ ডেস্ক বিমান তখন রানওয়ে ধরে ক্রমশ গতি কমিয়ে এনেছে থামার জন্য। যাত্রীরাও যে যার লটবহর তুলে প্রস্তুত বেরনোর জন্য। ক্যালিফর্নিয়ার বাসিন্দা ৫৭ বছরের র‌্যান্ডি ফ্র্যাঙ্ক দাভিলাও হঠাৎ দেখা গেল, বিমানের জরুরি দরজা খুলে গটগট করে হাঁটতে হাঁটতে ডানায় চলে গেলেন
জরুরি ব্রেক কষে থামল প্লেন। শিকাগো বিমানবন্দরে হইচই কাণ্ড। তাকে আটক করে পুলিশ।

ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ২৪৭৮-এ সান দিয়েগো থেকে শিকাগো ফিরছিলেন ফ্র্যাঙ্ক। শিকাগো বিমানবন্দরে অবতরণের পর, যখন যাত্রীরা মালপত্র নিয়ে নামার অপেক্ষা মূল দরজার দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখনই আচমকা জরুরি দরজা খুলে ফেলেন র‌্যান্ডি। তার পর সোজা হাঁটতে হাঁটতে ডানায় পৌঁছে যান। বিমান তখনও চলছে। তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ‘ওই ব্যক্তি বিমানের জরুরি দরজা খুলে চলন্ত বিমানের ডানায় পৌঁছে যান। তার পর লাফিয়ে নীচে নেমে আসেন। গ্রাউন্ড ক্রুরা তাঁকে আটক করেছেন।’

আমেরিকার এক শহর বা প্রদেশ থেকে অন্য প্রদেশ বা শহরে যাতায়াত করেন যাঁরা, তাঁদের একটি অংশ বলছেন, বিমান থামার পর নামার জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয়। মূল ফটকের সামনে ভিড়ও থাকে। সময় ও ঠেলাঠেলা সেটা এড়াতেই র‌্যান্ডি জরুরি দরজা খুলে নীচে নেমে এলেন অনেকেই তেমনটা মনে করছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!