প্রতিবেশীর সঙ্গে শত্রুতার বদলা

0 0
Read Time:2 Minute, 45 Second

নিউজ ডেস্ক শত্রুতার বদলা নিতে বাড়ির সামনে মাওবাদীদের নামে পোস্টার দিয়ে হুমকি দিয়ে গ্রেপ্তার এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রিষড়ার ২২ নং ওয়ার্ড এলাকার। গ্রেপ্তার হয়েছে রাজেন আইচ নামে এক ব্যক্তি। শনিবার তাকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হলে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। প্রতিবেশীর উপর বদলা নিতে এ ধরনের পোস্টার দিয়ে ভয় দেখানোর ঘটনায় রীতিমত স্তম্ভিত চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা।

গত ১৮ই এপ্রিল এবং ৪ই মে রিষড়ার ২২ নম্বর ওয়ার্ডে মাওবাদীদের নামে দুটি পোস্টার পড়ে। তা চোখে পড়াতেই এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে। এলাকারই এক বাসিন্দা সুনীতা পাইনের বাড়ির সামনে ল্যাম্পপোস্টে এই পোস্টার সাঁটানো ছিল। চন্দননগর কমিশনারেটের পুলিশ ওই পোস্টার দুটি উদ্ধার করে স্বতঃপ্রণোদিত হয়ে মামলার তদন্ত শুরু করে। প্রাথমিক পর্যায়ে এলাকারই সন্দেহজনক চার ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

উল্লেখ্য, পুলিশ কমিশনার অর্ণব ঘোষ জানান, এদের মধ্যে রাজেন আইচ নামে এক ব্যক্তির হাতের লেখার সঙ্গে ওই পোস্টারের হাতের লেখার মিল ছিল। সেই সূত্র ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশি জেরার মুখে সে ভেঙে পড়ে এবং কুকীর্তির কথা স্বীকার করে। পুলিশ সূত্রের খবর, জেরায় বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ধৃত রাজেন আইচের সঙ্গে তার প্রতিবেশী সুনীতা পাইনের পারিবারিক শত্রুতা দীর্ঘদিনের পুরনো। জানা যায়, রাজেন আইচের একটি বহুতল বাড়িকে কেন্দ্র করে তার সঙ্গে সুনীতা দেবীর পরিবারের শত্রুতার সূত্রপাত। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। পরবর্তীকালে আদালতের নির্দেশে ওই বহুতলের একাংশ অবৈধ নির্মাণের জন্য ভেঙে ফেলা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!