কফিনবন্দি দেহ ফিরল মৃত বাঙালি জওয়ানের

0 0
Read Time:2 Minute, 21 Second

নিউজ ডেস্ক শহরে ফিরল কফিনবন্দি হয়ে লাদাখে পথ দুর্ঘটনায় মৃত বাঙালি জওয়ান বাপ্পাদিত্য খুটিয়ার দেহ। আজ অর্থাৎ রবিবার সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছায় মৃতদেহ। এদিন সকালে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় মৃত জওয়ান বাপ্পাদিত্য খুটিয়ার দেহ। বিমানবন্দর চত্বরে সেনাবাহিনীর গার্ড অফ অনার দেওয়ার পর মরদেহবাহী শকট রওনা হয় খড়গপুরের উদ্দেশে। খড়গপুর শহরের বারোভেটিয়া এলাকার বাসিন্দা বাপ্পাদিত্য খুটিয়া।

পরিবার সূত্রের খবর, ২০০৯ সালে সেনাবাহিনীতে ল্যান্সনায়েক পদে যোগ দেন বাপ্পাদিত্য। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে এপ্রিলের ২৭ তারিখ ফিরে যান ওই জওয়ান। শুক্রবার সিয়াচেন যাওয়ার পথে, শিয়ক নদীতে বাস পড়ে বাপ্পাদিত্য সহ ৭ জওয়ানের মৃত্যু হয়। খড়গপুরের বাড়িতে রয়েছেন মৃত জওয়ানের মা, বাবা, স্ত্রী এবং ১১ মাসের শিশুকন্যা। 

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে যে, জখমদের মধ্যে অনেকেই মারাত্মক ভাবে আঘাত লেগেছে। যাঁরা জখম, তাদের ভাল চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করছে সেনা কর্তৃপক্ষ। যাঁরা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, বায়ুসেনার সাহায্যে তাঁদের ওয়েস্টার্ন কমান্ডে -এ নিয়ে যাওয়া চেষ্টা করা হচ্ছে। এই ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটারে লেখেন, ‘লাদাখে আমাদের ৭ জন সাহসী সেনার মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। শোকাহতদের জন্য আন্তরিক সমবেদনা রইল।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!