গ্রেফতার হল দুই সুপারি দেওয়া দুষ্কৃতী কেতু গ্রামের ঘটনায়

0 0
Read Time:2 Minute, 15 Second

নিউজ ডেস্ক কেতুগ্রামের বাসিন্দা পেশায় নার্স রেনু খাতুন। সরকারি চাকরি পাওয়ার পর স্বামী তাঁর ডান হাতের কব্জি কাটার পরিকল্পনা করে। আর তার জন্যেই সুপারি দিয়ে দুজন দুষ্কৃতী নিয়ে আসে সে। এই ঘটনায় রেনুর স্বামী শের মহম্মদ এবং তাঁর বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ।
এবার গ্রেফতার হল ওই দুই সুপারি কিলার । এই ঘটনায় আরও এক জন অভিযুক্ত রয়েছেন । যাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে সে শের মহম্মদের মাসতুতো ভাই এবং এই পুরো ঘটনার পরামর্শদাতা।

সরকারি নার্সের চাকরি পেয়েছে স্ত্রী। আর চাকরি করতে গেলে সংসারের দিকে মন থাকবে। যে কারণে স্ত্রীকে সবক’ শেখানোর জন্য ভাড়া করে দুষ্কৃতী এনেছিল শেরমহম্মদ। শের মহম্মদকে লাগাতার জিজ্ঞাসাবাদ করার ফলে অবশেষে পুলিশের কাছে ওই দুই দুষ্কৃতী খোঁজ দেয় সে। বুধবার রাতভর অভিযান চালিয়ে মুর্শিদাবাদের ভরতপুর থানার তালগ্রাম থেকে দুই ভাড়াটে দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ ।

তাদের নাম হাবিব শেখ এবং আশরাফ আলি শেখ।দু’জনকেই এদিন কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হয় এবং আদালতের তরফ থেকে তাদেরকে ৬দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে । রেনুর স্বামী তাঁর মাসতুতো ভাই মারফত এই দুই দুষ্কৃতীকে ৫ হাজার টাকার বিনিময়ে ভাড়া করে শের মহম্মদের মাসতুতো ভাই চাঁদ মহম্মদ । সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে পুলিশ তাকে গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছে ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!