ক্যানিং-এ ভাঙচুর করা হল ঘর বাড়ি

0 0
Read Time:1 Minute, 48 Second

নিউজ ডেস্ক:: আগামী ১৭ই জুলাই তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি ছিল ক্যানিং বাসস্ট্যান্ডে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ক্যানিং পশ্চিমের বিধায়ক মাননীয় পরেশ রাম দাসসহ সওকাত মোল্লা মহাশয় ও দেবাংশু ভট্টাচার্য এবং সকল কর্মী। প্রায় ৬০০০ হাজার মানুষের ভিড় এই সমাবেশে।

এছাড়াও এই সমাবেশ শেষ হতেই ঘটনাটি ঘটে ক্যানিং পশ্চিমের মন্ডল প্রেসিডেন্ট মাননীয় মনজ সরকার মহাশয়ের বাড়িতে। এদিন ঘর বাড়ি ভাঙচুর চালায় রাত ৮ টা নাগাদ।

এনিয়ে মনজ সরকার জানান যে, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এ মুসলিম জেহাদিরা সনাতনী তফসিলি সম্প্রদায়ের হিন্দুদের কে বিতাড়িত করার পরিকল্পনা। তাদের উপর অকথ্য অত্যাচার করছে! হিন্দু হবার কারণে অকথ্য ভাষায় গালাগালি, নিচু জাত বলে অপমান করছে, জেহাদিদের মাথা শোওকাত মোল্লার দলবলের আরাফালী সেখ সহ ১০ থেকে ১২ জনের জেহাদী বাহিনীর নেতৃত্ব আজ ক্যানিং পশ্চিম বিধানসভার তফসিলি সম্প্রদায়ের হিন্দু ভাই মনোজ সরকারের ঘরে ভাঙচুর এবং লুটপাট করে! ওরা বলে তোরা নিচু জাত তোদের কে এখানে থাকতে দেব না এই ঘর আমরা দখল করবো।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!