কোনোদিন গাইবে না রবীন্দ্র সঙ্গীত ও নজরুলগীতি হিরো আলম

0 0
Read Time:2 Minute, 39 Second

নিউজ ডেস্ক:: বিকৃত করে রবীন্দ্র সঙ্গীত ও নজরুলগীতি গাওয়ায় বাংলাদেশের সবচেয়ে আলোচিত নায়ক গায়ক হিরো আলমের ওপর বেজায় চটেছেন বাংলাদেশের সংস্কৃতি প্রিয় মানুষেরা। অনেকেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন থানায়। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার আশরাফুল আলম সঈদ ওরফে হিরো আলমকে জিজ্ঞাবাসাদ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিসের গোয়েন্দা বিভাগ। জিজ্ঞাসাবাদের পর তিনি আর কখনো অনুমতি ছাড়া পুলিশের পোশাক পরবেন না এবং বিকৃত করে রবীন্দ্র ও নজরুলসংগীত গাইবেন না এই মর্মে মুচলেকা দিয়েছেন হিরো আলম।

ঢাকা গোয়েন্দা পুলিসের অতিরিক্ত কমিশনার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে, হিরো আলমের বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে। সেই পরিপ্রেক্ষিতেই বুধবার ডেকে পাঠানো হয় তাঁকে। কেন পুলিসের পোশাক পরে তিনি ভিডিয়ো বানিয়েছেন তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কনস্টেবলের ড্রেস পরে সে ডিআইজির চরিত্রে অভিনয় করেছেন তিনি, তিনিই এ ব্যাপারে অবগতই নয়। এদিন শিল্পী সমিতিকে সাফ জানিয়ে দেওয়া হয় যে, পুলিসের পোশাক পরে অভিনয় করতে হলে অনুমতি নিতে হবে। যদিও হিরো আলম শিল্পী সমিতির সদস্য নন।  

উল্লেখ্য, হিরো আলমকে ডেকে কী জিজ্ঞাসাবাদ করা হয়? তাঁকে কী নির্দেশ দেয় পুলিস? সে বিষয়ে অভিনেতা গায়ক বলেন, ‘আমাকে কয়েকটা অভিযোগের ভিত্তিতে ডাকা হয়েছিল। আমি রাতের রানি নামের একটা গান করেছিলাম। সে গান নিয়ে আপত্তি ছিল দুইজন মডেলের। এরপর রবীন্দ্রসংগীত নিয়ে অভিযোগ ছিল। আমাকে হারুন স্যার বলেছেন, সুর ছাড়া রবীন্দ্রসংগীত গাওয়া যাবে না। তার মানে আমি রবীন্দ্রসংগীত গাইব না এটা তো না। আমাকে ভালো কনটেন্ট বানাতে বলেছেন।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!