উপরাষ্ট্রপতি পদের জন্য ভোট গ্রহণ পর্ব শুরু

0 0
Read Time:1 Minute, 57 Second

নিউজ ডেস্ক ::রাষ্ট্রপতির পর দেশের পরবর্তী উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সকাল ১০ টা থেকে শুরু হয়েছে নির্বাচন।

নিয়ম মেনে ভোট দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একে একে সংসদের দুই কক্ষের সদস্যরাই দিচ্ছেন ভোট। বিকাল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরপর আজকেই ব্যালট গণনা হবে বলেই জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

উপ-রাষ্ট্রপতির পদের জন্য লড়াই হচ্ছে এন ডি এ মনোনীত প্রার্থী তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়(৭১) ও বিরোধী প্রার্থী মার্গারেট আলভার (৮০) মধ্যে। লোকসভায় ক্ষমতাসীন বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এবং রাজ্যসভায় ৯১ জন সদস্য থাকায় জগদীপ ধনখড়ের জয় ইঙ্গিত করলেও লড়াইয়ের ময়দান থেকে এক ইঞ্চি সরে আসতে নারাজ আলভা।

সমীক্ষা বলছে জনতা দল (ইউনাইটেড), ওয়াইএসআরসিপি, বিএসপি, এআইএডিএমকে এবং শিবসেনার মতো কিছু আঞ্চলিক দলের সমর্থনে, এনডিএ মনোনীত প্রার্থী তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল ৫১৫ টির বেশি ভোট পেতে পারেন, যা তাঁর সহজ জয়ের জন্য যথেষ্ট। অন্যদিকে কংগ্রেস,আপ, এআইএমআইএম, টিআরএস এবং জেএমএম-এর মতো দলগুলি বিরোধী মনোনীত প্রার্থী মার্গারেট আলভাকে সমর্থন ঘোষণা করেছে। সেই সমর্থনের ভিত্তিতে আলভা সম্ভবত ২০০ ভোট পেতে পারেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!