সোনার ছেলেকে পাঁচ লাখ টাকা অনুদান মুখ্যমন্ত্রীর

0 0
Read Time:2 Minute, 16 Second

নিউজ ডেস্ক::কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা জয়ী অচিন্ত্য শিউলিকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার অর্থ দেবে রাজ্য সরকার। বুধবার মোহনবাগানের তাঁবুর উদ্বোধন করে এই বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ই অগস্ট ‘খেলা দিবস’-এর অনুষ্ঠানে বাংলার সোনা জয়ী তারকার হাতে ওই অর্থ তুলে দেওয়া হবে। শুধু অচিন্ত্যই নন, স্কোয়াশে পদকজয়ী সৌরভ ঘোষালকেও অর্থ মূল্য দেওয়া হবে।

উল্লেখ্য, সোমবার রাতে অচিন্ত্য কলকাতায় এসে গিয়েছেন। এর আগে তাঁর হাওড়ার পাঁচলার বাড়িতে গিয়ে তাঁর দাদার চাকরির প্রতিশ্রুতি দিয়ে এসেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। অচিন্ত্যর দাদা অলোক শিউলি দমকল দফতরে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেন। কিন্তু সেই দপ্তরে স্থায়ী চাকরি হওয়া সহজ নয়। তাই মনোজ বলেছেন, ওই দপ্তরে চাকরি হলে ভালো না হলে আমার ক্রীড়া দপ্তরে ওঁর চাকরির ব্যবস্থা করব। 

গত ১লা অগস্ট ভারোত্তোলনের ৭৩ কিলো বিভাগে স্ন্যাচিংয়ে অচিন্ত্য অনায়াসে রেকর্ড গড়েছিলেন। প্রথম চেষ্টায় তুললেন ১৩৭ কিলো। পরের বার তুললেন ১৪০ কিলো এবং শেষ বার ১৪৩ কিলো। গেমস রেকর্ড গড়লেন অচিন্ত্য। বাকিদের মধ্যে মালয়েশিয়ার মুহম্মদ এরি শেষ চেষ্টায় ১৩৮ কিলো তোলেন। ক্লিন এবং জার্ক বিভাগে প্রথম চেষ্টায় অচিন্ত্য তোলেন ১৬৬ কিলো। পরের বার ১৭০ কিলো তুলতে গিয়ে ব্যর্থ হলেও তৃতীয় চেষ্টায় সেই ওজন তুলে দেন তিনি। গেমস রেকর্ড গড়েন মোট ৩১৩ কিলো তুলে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!