জন্মাষ্টমীতে ঈদগাহে প্রার্থনার দাবিতে চিঠি যোগীকে

0 0
Read Time:3 Minute, 4 Second

নিউজ ডেস্ক::কৃষ্ণ জন্মভূমি এবং শাহী ইদগাহ বিবাদের সঙ্গে সম্পর্কিত একাধিক মামলা চলছে এই সময়। এর মাঝেই এবিএইচএম সদস্যের চিঠিটি এসেছে। আদালতে হিন্দু পিটিশনকারীরা দাবি করেছে যে মসজিদটি কাটরা কেশব দেব মন্দিরের একটি প্লটে নির্মিত হয়েছে এবং এটি অপসারণ করা উচিত।

অখিল ভারত হিন্দু মহাসভার এক কোষাধ্যক্ষ দীনেশ শর্মা মঙ্গলবার চিঠি লিখেছেন যোগীকে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে রক্ত দিয়ে এই চিঠি লিখেছেন তিনি। চিঠিতে তিনি শাহী মসজিদ ইদগাহের ভিতরে জন্মাষ্টমীর প্রার্থনা করার অনুমতি চেয়ে দাবি করেছেন যে এটি কৃষ্ণর জন্মস্থান। এবিএইচএম-এর জাতীয় কোষাধ্যক্ষ বলেছেন যে তিনি ১৯ অগস্ট শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে স্থানীয় ব্রিজবাসীদের সঙ্গে দেবতার কাছে প্রার্থনা করতে চান কারণ দেবতার আসল জন্মস্থান মসজিদের নীচে, যা শ্রী কৃষ্ণ জন্মভূমির সঙ্গে একটি প্রাচীর দিয়ে আলাদা করা। চিঠিতে শর্মা আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হলেন ভগবান হনুমানের অবতার এবং একমাত্র তিনি প্রকৃত জন্মস্থানে ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনার অনুমতি দিতে সক্ষম। যদি মুখ্যমন্ত্রী আমার দাবিতে রাজি না হন, তবে তার উচিত ‘ইচ্ছা মৃত্যু’-র অনুমতি দেওয়া’।

মুসলিম পক্ষ এই আবেদনের বিরোধিতা করেছে। শর্মা তার চিঠিতে বলেছেন, ‘এখন পর্যন্ত, কৃষ্ণের উপাসনা এমন একটি জায়গায় করা হচ্ছে যা তাঁর সঠিক জন্মস্থান নয়’। মিডিয়াকেও তিনি এই কথা জানিয়েছেন।

শর্মা বলেন, যদি তাঁর অনুমতি প্রত্যাখ্যান করা হয়, তাহলে তাঁকে মরতে দেওয়া উচিত কারণ ‘ভগবান কৃষ্ণের জন্মস্থানে তাঁকে প্রণাম না করে জীবন যাপন করা মূল্যহীন’। এর আগে আদালতে জমা দেওয়া একই রকম একটি আবেদন প্রত্যাখ্যান করা হয় ২০২২ সালের ৩ অগস্ট।

কৃষ্ণের জন্মস্থানটি শাহী মসজিদ ইদগাহের নিচে রয়েছে বলে তিনি দাবি করেন। আদিত্যনাথকে ‘হিন্দু ভগবান হনুমানের অবতার’ বলে অভিহিত করেছেন শর্মা। তিনি বলেছিলেন যে তিনি নিশ্চিত মুখ্যমন্ত্রী তাকে মসজিদের ভিতরে উপাসনা করার অনুমতি দেবেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!