ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাবেন ঝুলন গোস্বামী?

0 0
Read Time:2 Minute, 27 Second

নিউজ ডেস্ক::তিনি কেরিয়ারের শেষ বিশ্বকাপ ফাইনাল খেলেছিলেন। ‘ক্রিকেটের মক্কা’-র বাইশ গজ থেকেই কি আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাবেন ঝুলন গোস্বামী? ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজের তৃতীয় ম্যাচ ঐতিহ্যবাহী লর্ডসে আয়োজিত হবে। ভারতের কিংবদন্তি মহিলা ক্রিকেটার নাকি লর্ডসে ফেয়ারওয়েল ম্যাচ খেলবেন? বিসিসিআই সূত্র মারফত এমন খবর জানা গিয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৩ জুলাই ‘চাকদহ এক্সপ্রেস’-কে শেষবার লর্ডসের মাঠে দেখা গিয়েছিল। মেগা ফাইনালে ২৩ রানে ৩ উইকেট নিলেও, ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৯ রানে হেরে মাঠ ছেড়েছিল মিতালি রাজের প্রমীলাবাহিনী। ২৪ সেপ্টেম্বর লর্ডসে আয়োজিত হবে সিরিজের শেষ একদিনের ম্যাচ। বিসিসিআই-এর এক শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন যে, ‘লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় একদিনের ম্যাচই হবে ঝুলনের শেষ ম্যাচ।’

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে হয়ে যাওয়া কমনওয়েলথ গেমসের দলে তাঁর জায়গা হয়নি। এমনকি এ বার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলেও ঝুলনকে রাখা হয়নি। তবে একদিনের দলে জায়গা করে নিইয়েছিলেন ৩৯ বছরের ‘চাকদহ এক্সপ্রেস’। বুঝিয়ে দিলেন তাঁর ট্রেন এখনই থামছে না। চলতি বছরের ২২শে মার্চ মহিলা বিশ্বকাপের আসরে বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিলেন বঙ্গ তনয়া। গত বিশ্বকাপে ৬টি ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছিলেন এই কিংবদন্তি। বোর্ড সুত্রে জানা গিয়েছে যে, এবার কিংবদন্তি বঙ্গতনয়াকে সম্মানের সঙ্গে বিদায় জানাতে চায় বিসিসিআই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!