গান নকল করলো অরিজিৎ , প্রকাশ্যে মন্তব্য

0 0
Read Time:2 Minute, 52 Second

নিউজ ডেস্ক::বয়কট ট্রেন্ডে এখন ট্রেন্ডিং-এ ইন্দ্রদীপ দাশগুপ্তের ‘বিসমিল্লা’। তবে ছবি নিয়ে নেটিজেনদের একাংশ যতই বয়কটের ডাক দিক না কেন, সঙ্গীতপ্রেমীদের মন কেড়েছে ছবির ‘আজকে রাতে’ গানটি। যেটি কিনা গেয়েছেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। তবে এই গানের জন্য অন্য কাউকেই ধন্যবাদ জানালেন অরিজিৎ। আর ইনি হলেন দেবর্ষি ভট্টাচার্য। অরিজিৎ জানিয়েছেন ‘আজকে রাতে গানটি গাইতে তিনি দেবর্ষি ভট্টাচার্যকে হুবহু নকল করেছেন।’ সোশ্যাল মিডিয়ায় অরিজিতের এমন পোস্ট ঘিরে শুরু হয়েছে নানান চর্চা।

খুব স্বাভাবিকভাবেই অরিজিতের এমন পোস্ট দেখে অনেকেই ইতি উত দেবর্ষি ভট্টাচার্যের গাওয়া ‘আজকে রাতে’ গানটি খুঁজতে শুরু করেছেন। অরজিৎ সিংয়ের পোস্ট শেয়ার করে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন দেবর্ষি ভট্টাচার্য। দেবর্ষি পাল্টা লেখেন, ‘এটা সকলের সামনে বলার জন্য ধন্যবাদ। আমি আপনার গানের অনুরাগী। অরিজিৎ সিংয়ের মতো একজন শিল্পী এবং মানুষ এমনটা সকলের সামনে বলছেন, এটা আমার কাছে সম্মানের। ওঁর এই পোস্টের পর অনেকেই আমার গলায় গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন। সকলকে জানাতে চাই, এই গানটি আমার গলাতেও ছবিতে ব্যবহার করা হয়েছে। সকলকে অনুরোধ সুন্দর ছবির বুননের সঙ্গে ছবির এই গানটি শুনতে এবং দেখতে নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে ইন্দ্রদীপ দাশগুপ্তের বিসমিল্লা দেখুন।’

অরিজিত লিখেছেন, ‘আমার ভোকাল গাইডের জন্য় এই গানটি দেবর্ষি ভট্টাচার্য গেয়ে শুনিয়েছিলেন, সেজন্য দেবর্ষিকে ধন্যবাদ জানাতে চাই। আপনার অসাধারণ উপস্থাপনা ছাড়া আমি এই কাজ করতে পারতাম না। আমার সমস্ত শ্রোতাবন্ধুদের আমি বলতে চাই, দেবর্ষি যেভাবে গানটা গেয়েছে, আমি শুধু ওঁর গাওয়া প্রতিটা লাইন অনুকরণ করেছি। উনি ভীষণই প্রতিভাবান গায়ক। ওঁর মতো গায়কের আরও বেশি করে গান গাওয়া উচিত। আশা রইল ওরঁ গলাতেও আমরা এই গানটা শুনতে পারব।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!