রাজ্যজোড়া দুর্নীতির প্রতিবাদে কলেজ স্ট্রিটে ছাত্র সমাবেশ SFI-র

0 0
Read Time:2 Minute, 40 Second

নিউজ ডেস্ক::মূলত কেন্দ্রের নয়া শিক্ষানীতির প্রতিবাদে দেশব্যাপী এই জাঠার আয়োজন করা হয়েছে। কিন্তু, কলকাতায় প্রবেশের পরেই জাঠার প্রতিবাদের তীব্রতা যেন আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। আনিস খান ইস্যু থেকে শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে সরব হয়েছে বাংলার বাম ছাত্র-যুবরা। এদিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনেই এদিন কলেজ স্ট্রিটে হচ্ছে বিশাল সমাবেশ। যেখানে যোগ দেওয়ার কথা রয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর।

এদিন সকাল থেকেই কলকাতার নানা প্রান্ত প্রান্ত থেকে মিছিল এসে মিলতে শুরু করেছে কলেজ স্ট্রিটে। মিছিল আসে শিয়ালদহ থেকে। মিছিল আসে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। এদিকে ২৯ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়ো রোডে বিশাল সমাবেশ করেছিল ঘাসফুল শিবির। যেথানে উপস্থিত ছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা দিতেই কলেজ স্ট্রিটে বিশাল সমাবেশের আয়োজন করেছে বামেরা। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশ।

গোটা কলেজস্ট্রিট কার্য ছাত্র যুবদের দখলে। দূর-দূরান্ত থেকে এসেছেন এসএফআইয়ের কর্মী সমর্থকরা। এদিন প্রতীকউর রহমান, দীপ্সিতা ধর, সন্দীপন দেব, সঙ্গীতা দাসসহ অন্যান্য এসএফআই নেতৃত্বদের এদিন সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে।

এদিন মঞ্চে গান গাইলেন অর্ক মুখোপাধ্যায়। গলায় শোন গেল মহীনের ঘোড়াগুলির সুর।
সমাবেশ মঞ্চে এসে পৌঁছলেন বিমান বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল-বিজেপি দুই দলই আরএসএসের পরিবারের অংশ। তাঁদের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে। দুই দলের বিরুদ্ধে একমাত্র রাজনৈতিক বিরোধী দল আমরাই, বামপন্থীরা বলল দীপসীতা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!