সুকান্ত মজুমদারের প্রেস মিট

0 0
Read Time:3 Minute, 20 Second

নিউজ ডেস্ক::ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ সাংবাদিকদের সঙ্গে বিজেপির অফিসে মিলিত হয়।তিনি বলেন,টেট পরীক্ষা একটা প্রহসনে পরিণত করেছে এই সরকার।বিস্তর টাকার বিনিময়ে ফেল করা,সাদা খাতা দেওয়া ক্যান্ডিডেটদের চাকরি পাইয়ে দিয়েছে।মানিক ভট্টাচার্য সিবিআইয়ের মুখোমুখি হতে চেয়েছেন শুনে তিনি বলেন,ওনার কথাকে স্বাগত।কিন্তু আসল যারা রাজা-রানী তাদের ও তাদের আত্মীয় স্বজনকে ধরতে হবে।অভিষেক সিজিও কমপ্লেক্সে যাওয়া প্রসঙ্গে বলেন মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন,তখন তদন্তকারী সংস্থা ওকে যতবার ডেকেছে ততবার গিয়ে ও ক্লিনচিট পেয়েছে।অভিষেকও নিজেকে নির্দোষ প্রমাণ করুক।তারপর একটু শ্লেষের সঙ্গে বলেন,ওর পক্ষে দিল্লি খুব দূর কিন্তু দুবাই খুব সামনে।সোমবার পর্যন্ত অভিষেককে সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দিয়েছে,এই প্রসঙ্গে বলেন,সুপ্রিম কোর্ট যা ভালো বুঝেছে তাই করেছে।


সুকান্ত মজুমদার বলেন,কেন্দ্র রাজ্যের সম্পর্ক খুব ভালো থাকা দরকার।কেরালে বিরোধী সরকার থাকলেও প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর খুব ভালো সম্পর্ক।কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের রাজ্য সরকার সেই সম্পর্ক রাখে না।বহুবছর পরে এই প্রথম নীতি আয়োগের মিটিংয়ে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন।একটু ব্যঙ্গের সুরে বলেন, তা আবার দু’দিন আগে গিয়েছিলেন।সাংবাদিকেরা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ‘বোঝাপড়া’ প্রসঙ্গ তুললে তিনি বলেন,বোঝাপড়া থাকলে পার্থ চট্টোপাধ্যায় বা দিদির আদরের ভাই অনুব্রত জেলে থাকতেন না।টিএমসির অনেকেই বিজেপিতে আসতে চাইছেন,এই প্রশ্নের উত্তরে সুকান্ত বাবু বলেন,সমস্ত কর্মীদের আমরা স্বাগত জানাচ্ছি।কিন্তু নেতৃত্বের ব্যাপারে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারি নি।অধীর চৌধুরী বলেছেন,যে এবার দিদি মোদির সঙ্গে সেটিং করতে পারে নি।সেই প্রসঙ্গে সুকান্ত বাবু বলেন,উনি একবার বলছেন সেটিং হয়েছে, একবার বলছেন সেটিং হয় নি।তাই ওনার প্রসঙ্গে কিছু বলবো না।


সামগ্রিকভাবে আজকে সুকান্ত মজুমদার বলেন,এই সরকার দুর্নীতির শেষ পর্যায়ে পৌঁছেছে।এবার বিদায় নেবার পালা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!