নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামের দুর্গা পুজো

0 0
Read Time:2 Minute, 23 Second


নিউজ ডেস্ক::বিশ্বময় ছড়িয়ে আছে বাঙালি।ভারত থেকে সাত হাজার কিলোমিটার থেকেও দূরে নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে সমস্ত বাঙালি ঐক্যবদ্ধ হয়ে সার্বজনীন দুর্গা পূজার সমবেত হয় প্রতি বছর।
গত ২ বছর করোনা কালে এই পুজোর ভাঁটা থাকলেও এ বছর আবার নতুন উদ্যমে নেদারল্যান্ডে বাঙালিরা মেতে উঠেছে দুর্গা পুজোয়।আমস্টারডামে একাধিক পুজো হলেও “আনন্দধারা” নামে একটি বাঙালি ক্লাব প্রথম পুজো শুরু করে।

ওই পুজো আড়ম্বর ও আচার অনুষ্ঠান কোলকাতা থেকে কোনো অংশে কম নয়।ওদের সব সংগঠনের পুজো হয় হলের মধ্যে।পৌরসভার অনুমতি নিতে হয়।পৌরসভা নানা দিক থেকে ওই পুজোকে সাহায্য করে।প্রচুর ডাচ ওই পূজতে অংশ নেয়।ডাচেরা প্রায় সবাই খ্রিষ্ঠান।তবে হিন্দু ধর্মের এই অনুষ্ঠানকে তারা বেশ এনজয় করে।


‘আনন্দধারা’ ছাড়াও ‘কল্লোল’ ও ‘হইচই’ নামে দুটি সংগঠনও ওখানে পুজো করে।সবচেয়ে ভালো লাগে বাংলা থেকে বহুদূরে সমুদ্র প্রান্তে যখন বাংলা ভাষায় নিজেদের ভাব বিনিময় করে সবাই।
ওই তিনটে পুজোতেই পুজোর চারদিন খাওয়াদাওয়া,সাংস্কৃতিক অনুষ্ঠান,বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে পুজো কমিটি।খাওয়ার বিষয়ে একেবারে সম্পূর্ণ বাঙালিয়ানা বজায় থাকে।

‘আনন্দধারা’র ২০১৮ সালের একটি মেনু চার্টে দেখা যাচ্ছে,সকালে লুচি,আলুরদম,কফি।দুপুরে রঙিন পোলাও, পনির,কলকাতা থেকে নিয়ে যাওয়া রসগোল্লা,চাটনি।সন্ধ্যায় ভেজ পাকোড়া ও কফি।রাতে পরোটা, চিকেন ও সবজি।কুমারটুলি থেকে প্রতিমা ও মুর্শিদাবাদ থেকে ঢাকিকে প্রতি বছর নিয়ে যাওয়া হয় আমস্টারডামে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!