গান্ধীমূর্তির পাদদেশে চোখের জলে শিক্ষক দিবস পালন

0 0
Read Time:2 Minute, 46 Second

নিউজ ডেস্ক::২০১৬ সালে এসএসসি উত্তীর্ণ প্রার্থীদের অবস্থান আন্দোলনের আজ ৫৪০ দিন।আজ শিক্ষক দিবসে একাধিক গুণী মানুষ ওই ধর্ণামঞ্চে ওদের সমর্থনে আসেন।
ওই মঞ্চের পক্ষ থেকে একাধিক মুখপাত্র চোখের জল ফেলে বলেন,নবম থেকে দ্বাদশ পর্যন্ত এস এস সিতে উত্তীর্ণ হওয়ার পরেও ওরা শিক্ষকতায় জয়েন করতে পারে নি।ওদের বদলে অনেক কম মেধা বা অল্প মেধা এমন কি শূন্য মেধার ক্যান্ডিডেট লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি কিনে নিয়েছে।সেই চাকরি বিক্রি করেছে সরকারি আধিকারিক মন্ত্রী সহ অজস্র রাজনৈতিক নেতারা।আন্দোলনকারীদের অধিকাংশই দরিদ্র ঘরের ছেলে মেয়ে।তাদের বাবা মায়েরা কোথাও জমি বিক্রি করে, কোথাও ঘরের গয়না বিক্রি করে ছেলে মেয়েদের এমএ/বিএড পাশ করিয়েছে।সেই বাবা মায়েরা আজ অসুখে ওষুধ পাচ্ছে না।খাবার পাচ্ছে না।


আন্দোলনকারীদের দাবি যথাযথ মূল্যায়ন হলে ওরা আজ কোনো না কোনো স্কুলে শিক্ষক হয়ে ছাত্র/ছাত্রীদের সঙ্গে শিক্ষক দিবস পালন করত।ওরা আর সহানুভূতি চায় না,চায় কাজ।ওই ধর্ণা মঞ্চে অনেকেই আন্দোলন করতে করতে অসুস্থ হয়ে পড়েছে।তবু তারা বাড়ি ফিরে যায় নি।আন্দোলন চালিয়ে যাচ্ছে।ওদের ব্যবহারযোগ্য কোনো শৌচালয় নেই।এমন কি পাশেই সরকারি অফিসের শৌচালয় যাতে ব্যবহার না করতে পারে তারজন্য সরকারের পক্ষ থেকে একাধিকবার চেষ্টা করা হয়েছে।


একদিকে কোনো কোনো নেতা মন্ত্রীর বাড়িতে চাকরি বিক্রির কোটি কোটি টাকা আরেক দিকে এই অসহায় চাকরি প্রার্থীদের দেখে বোঝা যায় তীব্র বৈষম্য।
নানা প্রতিকূলতার মধ্যে সরকারের তীব্র বিরোধিতা সত্ত্বেও ওরা ধর্ণা আন্দোলনে অবিচল।গান্ধীর দেশে গান্ধীর দেখানো অহিংস আন্দোলনের মাধ্যমে ওরা গান্ধী মূর্তির পাদদেশে ৫৪০ দিন ধরে কাঁদছে।ওদের চোখের জলে আছে দৃঢ় প্রত্যয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!