লোকসভার আগে ডানা ছাঁটল বিজেপি

0 0
Read Time:4 Minute, 20 Second

নিউজ ডেস্ক:: বঙ্গ বিজেপিকে যখন এক সূত্রে বাঁধার কাজ করছেন পর্যবেক্ষক সুনীল বনসল, তখন বঙ্গ বিজেপির এক নেতার দায়িত্ব খর্ব করা হল। কেন্দ্রীয় সম্পাদক হিসেবে ভিনরাজ্যের দায়িত্বে ছিলেন অনুপম হাজরা। তাঁকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল। তিনি যে বঙ্গ বিজেপিকে বারবার অস্বস্তিতে ফেলছিলেন, তার শাস্তিস্বরূপ কঠোর পদক্ষেপ নিল কেন্দ্রীয় নেতৃত্ব।

সম্প্রতি সুনীল বনসল এসেছেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক হিসেবে। তিনি এসেই লক্ষ্য করেছেন বঙ্গ বিজেপি কোন্দলে জরাজীর্ণ। তাই নতুন দাওয়াই দিয়ে তিনি সর্বসময়ের পর্যবেক্ষক নিয়োগের সুপারিশ করেছিলেন। সেই সুপারিশ মানা হয়েছে, একইসঙ্গে যাঁরা অপ্রয়োজনীয় কথায় দলকে বিপাকে ফেলছেন, তাঁদের প্রতিও কঠোর হওয়ার কথা বলেছেন। সেই কারণেই অনুপম হাজরার প্রতি এমন কঠোর মনোভাব নেওয়া হল কি না সেই চর্চা চলছে।

বাংলার বিজেপি নেতাকে কেন্দ্রীয় সম্পাদক করেছিলেন জেপি নাড্ডারা। তৃণমূল থেকে বিজেপিতে আসার পুরস্কারস্বরূপ রাহুল সিনহার মতো নেতাকে সরিয়ে তাঁকে এই পদ দেওয়া হয়েছিল। বিহারের সহকারী পর্যবেক্ষকও করা হয়েছিল। হালে বঙ্গ বিজেপির সমালোচনায় ব্যস্ত হয়ে পড়ার পর তাঁকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল।

অনুপম হাজরার বিরুদ্ধে বিজেপির অভিযোগ, তাঁকে বিহারের সহকারী পর্যবেক্ষক করা হলেও তিনি নিয়মিত বিহার সফর করতেন না। ব্যস্ত থাকতেন বাংলাকে নিযে সমালোচনায়। শুক্রবার তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হল। রাজ্য বিজেপির একাংশও মনে করছে, অনুপম হাজরাকে সরিয়ে দেওয়া হল নিজের দায়িত্ব পালন না করে অন্যের দায়িত্বে অহেতুক নাক গলানোর অভিযোগেই।

আসন্ন পঞ্চায়েত ও ২০২৪-এর লোকসভা নির্বাচন বিজেপির পাখির চোখ। তার আগে বঙ্গ বিজেপিকে নতুন করে সাজানোর কাজ করছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সম্প্রতি সুনীল বনসলকে বাংলার পর্যবেক্ষক করে পাঠানো হয়েছে। কিন্তু বাংলার গতিপ্রকৃতি দেখে তিনি সাফ জানিয়ে দিয়েছেন এখানে পার্টটাইম পর্যবেক্ষকে কাজ হবে না। চাই ফুলটাইমার।

সুনীল বনসলের রিপোর্ট পেয়ে জেপি নাড্ডা বিহারের দোর্দণ্ডপ্রতাপ নেতা মঙ্গল পাণ্ডেকে বাংলার পর্যবেক্ষক করে পাঠিয়েছেন। সেইসঙ্গে তিনি অমিত মালব্যর সঙ্গে জুড়ে দিয়েছেন আশা লাকড়াকে। আর আগেই অমিতাভ চক্রবর্তীর সহকারী হিসেবে পাঠানো হয়েছে সতীশ ধন্দকে। ফলে বঙ্গ বিজেপির পর্যবেক্ষক টিম এমন দাঁড়াছে- সবার উপরে সুনীল বনসল, তাঁর নীচে মঙ্গল পাণ্ডে, তাঁর নীচে অমিত মালব্য ও আশা লাকড়া। আর বঙ্গ বিজেপিতে গুরুত্বপূর্ণ সভাপতি পদ ছাড়াও সাধারণ সম্পাদক সংগঠন পদটি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আর সাধারণ সম্পাদক সংগঠন পদে থাকছেন অমিতাভ চক্রবর্তী। সহকারী সতীশ ধন্দ। এই হল আসন্ন পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে টি্ম বিজেপি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!