দীনেশ কার্তিক সম্পর্কে বড় মন্তব্য গৌতম গম্ভীরের

0 0
Read Time:3 Minute, 59 Second

নিউজ ডেস্ক::বিশ্বকাপের জন্য ১৫-সদস্যের দল বিসিসিআই-এর সিনিয়র নির্বাচকমণ্ডলী ঘোষণার পরই প্রত্যেক বিশেষজ্ঞ নিজেদের মতে সেরা একাদশ কী হতে পারে তা নিয়ে মন্তব্য রাখছেন। ভারতীয় ক্রিকেটের বহু সাফল্যের নেপথ্যে যাঁদের অবদান অনস্বীকার্য তাঁদের মতামতের গুরুত্ব বরাবরই রয়েছে সাধারণ মনুষের মধ্যে।

ভারতের সেরা কম্বিনেশন গড়ে তোলার ক্ষেত্রে অধিকাংশ বিশেষজ্ঞের মতোই গৌতম গম্ভীরের কথায় উঠে এল ঋষভ পন্থ এবং দীনেশ কার্তিক প্রসঙ্গ। আইপিএল-এ নিজেকে দক্ষ ফিনিশার হিসেবে তুলে ধরেছেন কার্তিক। তাঁর ফিনিশিং দক্ষতা প্রশংসীত হয়েছে সর্বোত্র। অন্য দিকে, ঋষভ পন্থ টি-২০ ফরম্যাটে ব্যাট হাতে ছন্দে না থাকলেও গুরুত্বপূর্ণ সময়ে তিনি জ্বলে উঠেছেন একাধিক বার।

স্টার স্পোর্টসের আয়োজন করা একটি সাংবাদিক সম্মেলনে গৌতম গম্ভীরকে যখন জিজ্ঞাসা করা হয় তাঁর মতামত ঋষভ পন্থ এবং দীনেশ কার্তিককে এক সঙ্গে খেলানোর বিষয়ে তিনি বলেন, ‘এটা করা সম্ভব হবে না। এটা করতে গেলে ষষ্ঠ বোলারকে আপনি দলে খেলাতে পারবেন না এবং ষষ্ঠ বোলারের অপশন না রেখে পাঁচ বোলার নিয়ে বিশ্বকাপে নিশ্চিত যাবে না দল। একটা ব্যাকআপ থাকাটা দরকার। সূর্যকুমার যাদব বা কে এল রাহুলের মতো কাউকে ড্রপ না করা পর্যন্ত ঋষভ পন্থকে দিয়ে ওপেনিং করানো যাবে না। এ ছাড়া এই দুই ক্রিকেটারই মিডল অর্ডারে খেলবে, এমন সম্ভাবনা আমি দেখছি না।’

গম্ভীর জানিয়েছেন, উইকেটরক্ষক হিসেবে তাঁর প্রথম পছন্দ ঋষভ পন্থ। এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ‘উপরের দিকে ব্যাটিং করার ইচ্ছা কার্তিকের মধ্যে না থাকায়।’ তাঁর আরও সংযোজন, ‘আমি অবশ্যই ঋষভ পন্থের সঙ্গে যাব কারণ আমি আগে বলেছি শুধু ১০-১২ বল খেলার জন্য এক জন টি-২০ ক্রিকেটারকে আপনি বাছবেন না। এর কোনও নিশ্চয়তা নেই যে সে আপনাকে ম্যাচ জেতাবে। আপনি দুর্ভাগ্যবশত প্রথম পাঁচে ব্যাটিং করার কোনও আগ্রহ দেখায়নি দীনেশ কার্তিক। আপনার উইকেটরক্ষকের প্রথম পাঁচে ব্যাটিং করার দক্ষতা থাকতে হবে এবং ঋষভপ পন্থের দক্ষতা রয়েছে যে কোনও নম্বরে ব্যাটিং করার।’

জোড়া বিশ্বকাপ জয়ী ভারতীয় তারকা এ-ও বলেছেন, ‘আমার ব্যাটিং অর্ডারে নিশ্চিত ভাবে আমি ঋষভ পন্থকে রাখব। আমি এই ধারণায় বিশ্বাস করি না যে মিডল অর্ডারে এক জন বাম হাতিকে খেলাতে হবে। এটা কোনও জরুরি বিষয় নয়, বিশেষ করে ভারতের মতো দলে। জরুরি বিষয় হল তোমার মধ্যে কি ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে?, এবং ঋষভ পন্থের সেটা রয়েছে। ফলে হ্যাঁ, পন্থ পাঁচ নম্বরে শুরু করবে। হার্দিক পান্ডিয়া ৬ নম্বরে ব্যাটিং করবে, অক্ষর ৭ নম্বরে, যদি আপনি চান অশ্বিনকে ৮ নম্বরে ব্যাটিং করাতে পারেন এবং পরে তিন জন সিমার।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!