হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক জুটমিল কর্মীর

0 0
Read Time:2 Minute, 39 Second

নিউজ ডেস্ক::হৃদরোগে আক্রান্ত হয় মৃত্য হল এক জুটমিল কর্মী৷ ঘটনাটি ঘটেছে রবিবার রাতে কাঁকিনাড়া জুট মিলে৷মৃতের নাম সুরেশ যাদব-৩৮৷তাঁর বাড়ি শ্যামনগর ওয়েভেরলি জুটমিল কোয়ার্টার এলাকায়৷স্থানীয় সুত্রে জানা গেছে,শ্যামনগর ওয়েভেরলি জুটমিল দীর্ঘদিন ধরে বন্ধ৷পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে তিনি এদিন রাতে নাইট শিফ্টে তিনি কাঁকিনাড়া জুটমিলের ড্রয়িং বিভাগে কাজে যোগদান করেন৷কাজ করার সময় গভীর রাতে তিনি বুকে ব্যাথা অনুভব করেন৷ঘটনাটি সহকর্মীরা জানতে পেরে প্রথমে তাঁকে মিলের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷তাঁর শারীরিক অবস্থা অবনতি হওয়া সেখান থেকে তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সোমবার ভোরের দিকে ওই হাসপাতালেই মৃত্যু ঘটে সুরেশ যাদবের৷শ্রমিকের মৃত্যুর খবর এলাকায় জানাজানি হতেই ওই মিলের শ্রমিকরা ভিড় জমান মিল গেটে৷শ্রমিকের পরিবারে ক্ষতিপূরণের দাবি জানিয়ে কিছু বিক্ষোভ দেখান শ্রমিকরা৷এরপর মিল কর্তৃপক্ষের তরফে ক্ষতিপূরণের আশ্বাসে দিলে উপরিস্থিত স্বাভাবিক হয়৷মৃতের দাদা বলেন,প্রায় দুবছর ধরে ওয়েভেরলি জুটমিল বন্ধ থাকায় কর্মহীন বহু শ্রমিক৷সংসার চালাতে বিভিন্ন জুটমিলে অস্থায়ীভাবে কাজ করছেন।

আমার ভাইও প্রায় একমাস ধরে এই মিলে কাজ করছিল৷কিন্তু গতকাল রাতে কাজে যোগ দেওয়ার পর গভীর রাতে বুকে ব্যথা হওয়ায় তাঁকে মিলের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল৷পরে তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে হয়৷সেখানেই তাঁর মৃত্যু ঘটে৷মিল কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের দাবি জানানো হয়৷মিলের এক আধিকারিকের প্রয়াসে ক্ষতিপূরণ পাওয়া গেছে৷

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!