এশিয়ার এই জায়গাগুলিতে ঘুরে আসুন

0 0
Read Time:6 Minute, 47 Second

নিউজ ডেস্ক::সকলেই প্রায় কমবেশি ঘুরতে যেতে পছন্দ করেন। ঘোরা অনেকেরই নেশা। সময় পেলেই বা ছুটির দিনে ব্যাগ গুছিয়ে অনেকে অজানাকে জানার আনন্দে বাইরে বেরিয়ে পড়েন। কেউ বা পছন্দ করেন নদীর কেউ বা পছন্দ করেন পাহাড় কারোরই বা সমতলভূমি। সবাই নিজের নিজের পছন্দ মতো বেরিয়ে পড়েন সব জায়গায়। কম খরচে পুজোর ছুটিতে ঘুরে আসুন এশিয়ার এই জায়গাগুলিতে। সপরিবারে যেতে পারেন। আবার সঙ্গিনী কে নিয়েও এখানে ঘুরতে যেতে পারেন। দেখবেন তাতে আপনার মন অনেক ভালো থাকবে এবং আপনি অনেক খুশিতে থাকবেন। তাহলে কোন জায়গা গুলিতে ঘুরতে যাবেন এক নজরে তা দেখে নিন।

লাদাখ

লাদাখ অনেকের পছন্দের জায়গা। যারা ঘুরতে ভালোবাসেন তারা একবার লাদাখ যাবেন। এই জায়গা খুব সুন্দর। এখানকার গেলে বাইক রাইডিং অবশ্যই করবেন। না হলে লাদাখ যাওয়া অসম্পূর্ণ থেকে যাবে ।এখানকার পাহাড় এতটাই সুন্দর যা দেখার জন্য দূর দুরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন।

ক্যামেরণ হাইল্যান্ডস

এই জায়গাটি মালয়েশিয়ায় অবস্থিত। ঘোরার জায়গার মধ্যে একটি তা বলার অবকাশ রাখে না। এখানে গেলে আপনি দেখতে পাবেন অনেক ইউক্যালিপটাস গাছ। তাছাড়াও রয়েছে রসালো স্ট্রবেরি গাছ। তবে এখানেই শেষ নয় ঘোরার জন্য পাবেন চা বাগানও। এখানকার চা কিন্তু খুব বিখ্যাত। এখানে নানান পাহাড় পর্বত রয়েছে যা দেখার জন্য অনেক মানুষ এখানে আসেন। সবুজে ঘেরা প্রকৃতি যেন ঘিরে রয়েছে। হোটেলে থাকার সময় আপনার মনে হবে এর প্রকৃতিক সৌন্দর্য আপনাকে হাতছানি দিচ্ছে।

প্যারো

প্যারো ভুটানের হিমালয়ের পাদদেশে অবস্থিত। এখানে অনেক মন্দির রয়েছে। নানান দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন, এই জায়গাটি অত্যন্ত জনপ্রিয়। এখানে গেলে টাইগার নেক্সট পরিদর্শন করবেন। ভুটানের পাহাড়ি রাস্তায় চলতে চলতে আপনার মনে হবে আপনি অনেক দূরের পথে এসেছেন এবং এই পথটি চলতে আপনার জীবন সঙ্গিনীর সঙ্গে বেশ ভালো লাগবে। তাছাড়া এখানকার মনোরম প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর যে আপনার মন আরোও বেশি মোহিত হয়ে উঠবে।

দ্য লাট

ভিয়েতনাম সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫০০ মিটার উচ্চতায় দ্য লাট শহরটি অবস্থিত। এখানে লাট ফুলের বাগান রয়েছে। আদিম হদ্র রয়েছে। পর্যটনদের জন্য এই জায়গাটি খুব সুন্দর। এখানে গেলে খুব কম খরচে আপনি ঘুরতে পারবেন। এখানকার খাবার আপনার বিশেষ নজর টানবে।

বান্দরবান

বাংলাদেশের বান্দরবান জায়গাটি ঘোরার জায়গার মধ্যে একটি। এপার বাংলার মানুষ ওপার বাংলায় ঘুরতে গেলে অবশ্যই বান্দরবান একবার ঘুরে আসবেন। চট্টগ্রামে অবস্থিত এই জায়গাটি যেন সকলের কাছে একটি স্বর্গরাজ্য। এখানে রয়েছে নানান জলপ্রপাত, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যে আপনি এতটাই মোহিত হয়ে থাকবেন যে সন্ধ্যা হয়ে গেলেও সেই সৌন্দর্য উপভোগ করার থেকে আপনি উপভোগ করে আসনে এবং এর প্রাকৃতিক সৌন্দর্য দেখে চোখের সার্থক করে আসুন।

নুওয়ারা এলিয়া

শ্রীলঙ্কার নুওয়ারা এলিয়া অবস্থিত। এখানে গেলে আপনি চারিধারে সবুজ সবুজে ঘিরে থাকবেন অর্থাৎ এখান থেকে চারিধারে প্রচুর গাছপালা রয়েছে। পাহাড়ের পাশে ফুটে থাকা ছোট ছোট পাহাড়ি ফুল দেখতে খুব সুন্দর লাগে। এখানকার সবথেকে আকর্ষণীয় জিনিস হলো ফুলের বাগান। যা দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন।

বোগর

ইন্দোনেশিয়ার বোগর এই হিলস্টেশনটি সকলের কাছে খুব প্রিয়। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মাউন্ট সালেকের প্রাদদেশে অবস্থিত এই বোগর দেখার মত জায়গা। এখানে ঘুরতে গেলে এই জায়গাটি কিন্তু কখনোই মিস করবেন না। কারণের এর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ থাকবেন আপনি।

পোখরা

নেপালের পোখরা জায়গাটিতে অনেকেই ঘুরতে যান। তবে এমন অনেক পর্যটক রয়েছেন যারা এই পোখরা জায়গাটির নাম জানেন না। তবে এখানে গেলে অবশ্যই একবার পোখরায় ঘুরে আসবেন তার কারণ এখানকার হিলস্টেশনটি দেখার মতন। এখানে যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি সবথেকে বেশি সুন্দর। এখানকার মোমো খুব সুন্দর খেতে, যা পর্যটকদের খুব পছন্দের খাবার।

পাইন ও লুইন

মায়ানমারে গেলে পাইন ও লুইন জায়গাটি একবার হলেও ঘুরে আসবেন। এটিকে সামার টাউনও বলা হয় যদি আপনি মায়ানমারে যান সেখানে গেলে আপনাকে অনেকটাই গরম উপভোগ করতে হতে পারে তবে যদি আপনি গরম থেকে আবার নিস্তার পেতে চান তাহলে অবশ্যই পাইন ও লুইন জায়গায় ঘুরে আসুন। এখানে গেলে আপনি পুরনো দিনের অনেক স্কুল দেখতে পাবেন। যা এখানকার সব থেকে আকর্ষণীয় জিনিসগুলির মধ্যে একটি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!