পঞ্চমীর রাতে জনজোয়ার কোলকাতায়

0 0
Read Time:2 Minute, 12 Second

নিউজ ডেস্ক::টালা থেকে টালিগঞ্জ যেন প্রবাহমান জনস্রোত।উদ্বেলিত দর্শনার্থীরা অধিকাংশই শহরতলি থেকে এসেছেন।শিয়ালদা স্টেশনের এক উচ্চপদস্থ আধিকারিক জানান,পঞ্চমীর দিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত তিনি প্লাটফর্মে ডিউটি করেন।তিনি লক্ষ করেছেন,প্রধানত তিন ধরনের মানুষ তিন ধাপে প্রতিমা দর্শনে কোলকাতায় যান।প্রথম দল বেলা ২টো আড়াইটা থেকে রাত ৮/৯ তা পর্যন্ত।দ্বিতীয় দল রাত ৬/৭ টা থেকে ১১/১২ টা পর্যন্ত।আর কম বয়সী ছেলে মেয়েরা রাত ১০/১১ টা থেকে সকল ৪/৫ টা পর্যন্ত।


প্রতিনিধি জানাচ্ছে দুপুর থেকেই জনস্রোত জনোচ্ছ্বাসে পরিণত হয়েছে।যারা ট্রেনে শিয়ালদা হয়ে আসেন তাদের একটা বড়ো অংশ হয় সাউথ স্টেশনে গিয়ে ট্রেনে করে বালিগঞ্জ বা টালিগঞ্জে গিয়ে নামে।আর অনেকে শিয়ালদা,কলেজস্কোয়ার,মহম্মদ আলী পার্ক ইত্যাদি দেখে বাসে বা অন্য গাড়িতে শ্যামবাজার নেমে বাগবাজার,কুমারটুলি,টালা পার্ক কমপ্লিট করে সম্ভব হতে দমদম পার্কের দিকে যায়।
আবার দক্ষিণে যারা যায় তারা দক্ষিণের সমস্ত বড়ো পুজোগুলে কভার করে ফেরে।


যে পথেই যায় না কেন পঞ্চমীর দিন বিকেলে থেকেই নতুন কাপড়ের গন্ধে ভরে উঠেছে সমস্ত পথ।পুলিস অত্যন্ত দক্ষতার সঙ্গে লাইন নিয়ন্ত্রণ করছে।পুলিশ সূত্রে খবর পঞ্চমীর রাতে বাগবাজার,মহম্মদ আলী পার্ক,শ্রীভূমিতে কয়েক লক্ষ লোক গেছে প্রতিমা দর্শনে।একরকম অবস্থা দক্ষিণের পূজগুলোতেও।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!