মুকেশ আম্বানিকে খুনের হুমকি – ধৃত রাকেশ

0 0
Read Time:2 Minute, 49 Second

নিউজ ডেস্ক::ভারত তথা বিশ্বের অন্যতম ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানিকে ফোনে খুনের হুমকি দেওয়া হয় বুধবার বিকেলে চারটে নাগাদ।প্রথমে বিষয়টাকে ততটা গুরুত্ব না দিলেও দ্বিতীবার একরকম হুমকি আসলে পুলিশ নড়েচড়ে বসে।
সূত্রের খবর,ফোন ট্রাক করে পুলিশ জানতে পারে ফোনটি এসেছিল বিহারের দ্বারভাঙ্গা জেলা থেকে।সঙ্গে সঙ্গে দ্বারভাঙ্গা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়।
এপ্রসঙ্গে দ্বারভাঙার এসএসপি আকাশ কুমার জানান, বুধবার বিকেল চারটে নাগাদ মুম্বই পুলিশের একটি দল দ্বারভাঙা জেলার মানিগাছি (Manigachi) পুলিশ স্টেশনের অধীনস্ত ব্রাহাপুরা গ্রামে রাকেশের বাড়িতে গিয়ে দরজায় ধাক্কা দেয়। পাশাপাশি রাকেশের ফোনে কলও করে। রাকেশ ফোনটি ধরে দরজা খুলতেই তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের কাছ থেকে তার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে।
মুম্বই পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার মুম্বইয়ে অবস্থিত স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের (Sir HN Reliance Foundation Hospital) ১২৫৭ ল্যান্ডলাইন নম্বরে ফোন করে দু’বার মুকেশ আম্বানি ও তাঁর পরিবারের সদস্যদের খুন করার হুমকি দেওয়া হয়। পাশাপাশি হাসপাতালটিও বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা বলা হয় ওই ফোন কলে। এরপরই এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ফোনটি বিহারের দ্বারভাঙা জেলা থেকে করা হয়েছিল। সঙ্গে সঙ্গে মুম্বই পুলিশের একটি দল বিহারের উদ্দেশে রওনা দেয়।দ্বারভাঙ্গা পুলিশের সহযোগিতায় রাকেশকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের কথায়, ধৃত যুবক রাকেশ কুমার মিশ্র মানসিক ভারসাম্যহীন (mental illness)। এই বিষয়টি এলাকার প্রায় অনেকেই জানেন। কিন্তু, কী কারণে সে মুকেশ আম্বানি ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকি দিল তা কারও বোধগম্য হচ্ছে না কারোর।পুলিশ তদন্ত শুরু করেছে। 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!