বিস্ফোরক অর্জুন

0 0
Read Time:3 Minute, 48 Second

নিউজ ডেস্ক::নিয়োগ দুর্নীতি নিয়ে ক্রমশ চাপ বাড়ছে শাসকদলের উপর। বিশেষ করে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় অস্বস্তি আরও বেড়েছে। আর সেই অস্বস্তির কথাই এবার ধরা পড়ল প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের কথাতেই।

যদিও শাসক দলের স্বচ্ছ ভাবমূর্তি কীভাবে ফের একবার জনমানসের মধ্যে তুলে ধরা যায় সেই কাজ করতেও কার্যত দেখা গেল সাংসদের মুখে। আর তা নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

জন সংযোগ বাড়াতে বিজয়া সম্মেলন করছে শাসল তৃণমূল। তেমনই একটি অনুষ্ঠানে যোগ দেন অর্জুন সিং। সেখানে তিনি বলেন, আমাদের চলাচল এবং কথাবার্তার উপর মানুষ নজর রাখছে। ফলে দিদি যে প্রকল্প নিয়েছেন তা একদম নীচুস্তর পর্যন্ত পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেন অর্জুন। শুধু তাই নয়, নিচুস্তরে মানুষ প্রকল্পের সুবিধা পেলে মানুষ এমনিতেই ভোট দেবে বলে দাবি তৃণমূল নেতার। তবে নিয়োগ দুর্নীতিতে যেভাবে টাকা উদ্ধার হচ্ছে তা যে মানুষ ভালো চোখে নেয়নি তা কার্যত স্বীকার করে নিয়েছেন রাবাকপুরের এই সাংসদ।

কথা বলতে গিয়ে অর্জুন সিং বলেন, টাকার পাহাড় দেখিয়ে সারা বাংলায় দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কিন্ত্য তৃণমূলের দুজন চুরি করেছে। আর ৯৮ শতাংশ লোকের উপর প্রশ্নচিহ্ন লেগে যাচ্ছে বলে আক্ষেপ শ্রমিক নেতার। আর তাতে সবাইকেই চোর বলা হচ্ছে বলেও মন্তব্য। তবে এই বিষয়ে দুজনকে চিহ্নিত করতে হবে বলে দাবি প্রাক্তন বিজেপি নেতার। অন্যদিকে মঞ্চ থেকে দলের কাউন্সিলরদেরও সতর্ক করে দিয়েছেন তিনি। অর্জুন জানান, কাউন্সিলার হয়ে গিয়েছি মানে সব পেয়ে গিয়েছি এমন ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। কার্যত নেতাকর্মীদের সৎ হওয়ার বার্তা তুলে ধরেন তিনি।

অর্জুন সিংয়ের এহেন আক্ষেপ ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিজেপি নেতার দাবি, একটা সমউ অর্জুন তৃণমূলের কুতসা নিয়ে বলতেন। এখন আবার তৃণমূলের মঞ্চে গিয়ে আক্ষেপ করছেন। ফলে অর্জুন সিং এখন সুবিধাবাদী বলে আক্রমণ স্থানীয় বিজেপি নেতার। অন্যদিকে কুণাল ঘোষের মতে, এটা ঠিক সবাই চোর নয়। কুতসা করা হচ্ছে। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সব যায়গাতেই ভালো কাজ হচ্ছে। যেখানে ভুল সেখানে শুধরে নেওয়ার কাজ হচ্ছে বলেও দাবি তৃণমূল নেতার।
তবে অর্জুন সিংই নয়, কোটি কোটি টাকা উদ্ধার এবং পার্থের জন্যে যে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তা কার্যত এক কথাতে মেনে নিয়েছেন তৃণমূল একাধিক নেতাই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!