২০১৪ সালের টেট উত্তীর্ণদের অবস্থান তুলতে এখন তৎপর পুলিশ

0 0
Read Time:1 Minute, 28 Second

নিউজ ডেস্ক::গতকাল থেকেই ২০১৪ সালের টেট উত্তীর্ণ আন্দোলনকারীরা নতুন পথে প্রতিবাদ আন্দোলন শুরু করেছে।তারা রাস্তার উপর বসে পুরো করুনাময়ী নিজেদের দখলে নিয়ে নেয়।পুলিশের অনুরোধে তারা আবস্থান তোলে নি।ওই জায়গায় হাসপাতাল থাকায় এমনিতেই ১৪৪ ধরা।
গতকাল সারা রাত ওই রাস্তার উপরেই তাদের বিনিদ্র রাত কাটে।আজ সকাল হতেই ওখানে ভিড় বাড়তে শুরু করে।এবার পুলিশের পক্ষ থেকে আপত্তি আসে।


পুলিশের তরফ থেকে বারংবার মাইকিং করা হচ্ছে, বলা হচ্ছে আর কিছুক্ষণ সময় দেওয়া হবে তারপর তাদের উঠতেই হবে। কারণ অপজিট সাইডেই আছে হসপিটাল যার জন্য, পেশেন্টে আসতে অসুবিধা হচ্ছে। পাশাপাশি সেক্টর ফাইভে বিপুল পরিমাণ মানুষ কাজের উদ্দেশ্যে যান সে ক্ষেত্রে করুণাময়ী বা চিংড়িঘাটা ফ্লাইওভার ব্যবহার করতে হয় তাদের, করুণাময়ী রাস্তা একেবারে বন্ধ। । ১৪৪ ধারা জারি ধর্না মঞ্চের জায়গায়।
আন্দোলনকারীরা এখন পর্যন্ত অবস্থানে অনড়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!