মাটি মাফিয়ার দৌরাত্ম নবদ্বীপে

0 0
Read Time:2 Minute, 35 Second

নিউজ ডেস্ক::‘মাটি মাফিয়া’ , ‘কয়লা মাফিয়া’ ,’ জমি মাফিয়া’ -ইত্যাদি শব্দগুলোর প্রয়োগ ইদানীং খুব বেড়ে গেছে।সাম্প্রতিক উদাহরণ নবদ্বীপ।
খবরে প্রকাশ, নবদ্বীপের শ্রীকৃষ্ণপুর এলাকায় মাটি মাফিয়াদের দৌরত্ব চরমে।অভিযোগ,ভাগীরথী নদীর তীরবর্তী এলাকার চাষের জমি দখল করে ঐ এলাকারই ইট ভাটার মালিক সহ একাধিক ব্যাক্তি বালি বিক্রি করে দিচ্ছে দিনে দুপুরে এমনটাই অভিযোগ স্থানীয় চাষীদের ।এলাকার চাষীরা জানান,বিভিন্ন সময় অভিযোগ জানালে নবদ্বীপ থানার পুলিশ বিনা দোষে তুলে নিয়ে গিয়ে আটকে রাখছে । ভয়ে তাদের চাষের জমি শেষ সম্বল টুকুও বাঁচাতে পারছেননা ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ভূমি দপ্তরের আধিকারিকেরা। পরিদর্শন করতে আসা আধিকারিকেরা গ্রামবাসীদের আশ্বাস দেন এই ঘটনার তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।তবে সুত্রের খবর, শাসক দল ঘনিষ্ট হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়না বলেও অভিযোগ করেন গ্রামবাসীরা। তবে কার মদতে বা কার পৃষ্ঠপোষকতায় এত সক্রিয় মাটি মাফিয়ারা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই খবর প্রকাশ্যে আসতে নবদ্বীপের এক বৈদ্যুতিক মাধ্যমের সাংবাদিকের বিরুদ্ধে মাটি মাফিয়ারা নবদ্বীপ থানার যোগ সাজোসে রীতিমতো ধর্ষণের অভিযোগ দিয়েছে।

যা গোটা পশ্চিমবাংলায় নজীর বিহীন ঘটনা। শুধুমাত্র নদীয়া জেলার নবদ্বীপ নয়, গঙ্গার তীরবর্তী শান্তিপুর থেকে শুরু করে রানাঘাট চাকদহ কল্যাণী সহ একাধিক জায়গায় মাটিয় দের দিনে দুপুরে এই রমরমে প্রশাসনের মধ্যে তেই করে চলেছে মাটি ব্যবসা।
রাজনৈতিক মদতে মাটি মাফিয়াদের কবলে পড়ে সর্বস্বান্ত হচ্ছে বহু মানুষ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!