ত্রিপুরার শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও

0 0
Read Time:2 Minute, 16 Second

নিউজ ডেস্ক::সোমবার ফের STGT পরীক্ষায় উত্তীর্ণ জনজাতি বেকার যুবক-যুবতীরা নিয়োগের দাবিতে আগরতলা কৃষ্ণনগরস্থিত ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথের বাসভবনের সামনে ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে। STGT পরীক্ষায় উত্তীর্ণ বেকার জনজাতি যুবক-যুবতীরা জানান, জনজাতিরা বঞ্চিত STGT তে BACKLOG পোস্টগুলি দ্রুত পূরণ করতে হবে। জনজাতিদের STGT ক্লাস নবম শ্রেণী থেকে দশম শ্রেণী শিক্ষক BACKLOG পোস্টগুলি থাকা সত্ত্বেও তাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না।

ত্রিপুরা শিক্ষামন্ত্রী রতল লাল নাথের কাছে STGT পরীক্ষায় উত্তীর্ণ বেকার জনজাতি যুবক-যুবতীরা জানতে চাই,২০১৬ সাল থেকে দেখা যাচ্ছে যে ত্রিপুরার প্রত্যেকটি বিদ্যালয়গুলিতে BACKLOG পোস্ট থাকা সত্ত্বেও STGT পরীক্ষায় উত্তীর্ণ বেকার জনজাতি যুবক-যুবতীদের কেন নিয়োগ করা হচ্ছে না।২০২২ সালে STGT পরীক্ষায় জনজাতি যেসব বেকার যুবক-যুবতীরা উত্তীর্ণ হয়েছেন তাদের সকলকে যাতে একসাথে নিয়োগ করা হয়। STGT পরীক্ষায় ৪৫০ থেকে ৫০০ জন জনজাতি বেকার যুবক-যুবতীরা একসাথে উত্তীর্ণ হয়েছেন। কিন্তু তাদেরকে ত্রিপুরা শিক্ষাদপ্তর এখনো নিয়োগ করেনি। যদি অবিলম্বে ত্রিপুরা শিক্ষাদপ্তর STGT বেকার জনজাতি যুবক-যুবতীদের একসাথে নিয়োগ না করে তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দিয়েছেন।


এদিকে তৃণমূল ও সিপিএম ওদের আন্দোলনকে সমর্থন করে বলেন,ত্রিপুরার উপজাতিরা এই সরকারের হাতে বঞ্চিত হচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!