বিজেপি রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারের সাংবাদিক সম্মেলন

0 0
Read Time:2 Minute, 45 Second

নিউজ ডেস্ক::সাম্প্রতিক একাধিক ঘটনা নিয়ে বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার মুখ খোলেন।তিনি সাংবাদিকদের বলেন,

১. বিধানসভায় শীতকালীন অধিবেশনে বিজেপি বিরোধী সমস্ত দলকে নিয়ে সিএ বিরোধী একটা প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার। সেই প্রসঙ্গে – রাজ্য সরকার আদৌ এরকম কোন প্রস্তাব আনতে পারেন কিনা সেটা সংবিধান বিশেষজ্ঞরা বলবেন। লোকসভা এবং রাজ্যসভায় দুটো হচ্ছে ভারতবর্ষের আইনসভা। সেই আইনসভায় সিদ্ধান্ত নিয়েছেন যে উদ্বাস্তু হয়ে যারা এসছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এখানে ভারতবর্ষের সার্বভৌমত্ব কে চ্যালেঞ্জ করছে মাননীয় মুখ্যমন্ত্রী।

২. তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে সিএজে লাগু করা হবে পশ্চিমবঙ্গে, সে ক্ষেত্রে বিজেপি আগুন নিয়ে খেলা করছেন সেই প্রসঙ্গে তিনি বলেন, দেখুন এরা আগে বলতো যে ভারতবর্ষের রাম মন্দির তৈরি হয়ে গেলে আগুন জ্বলবে তা জ্বলেনি, সেক্ষেত্রে আমি বলবো ca লাগু করা হলে কোন রকম ভাবে ক্ষতি হবে না এদেশের মানুষদের। বরং সি এ এলে যারা উদ্বাস্তু তারা নাগরিকত্ব পাবেন।
৩. কংগ্রেস, বাম, তৃণমূল কংগ্রেস সবাই এক। এদের সবার ফর্মুলা আসলে একই রয়েছে।
৪. আজকে মেয়র ফিরাহাদ হাকিম রাস্তায় নেমেছেন ডেঙ্গু সচেতনতা বার্তা নিয়ে।সেই প্রসঙ্গে সুকান্ত বলেন, তিনি আগেও নবগ্রামে গিয়েছিলেন। এখন ডেঙ্গু সচেতনতা নিয়ে রাস্তায় নামলেন। দেখা যাক কি হয় কি করতে পারেন।

৫. বোমা উদ্ধার হওয়া প্রসঙ্গে – আমরা টিভিতে এড দেখি এই দোকানে ভালো তাঁতের শাড়ি পাওয়া যায়। এই দোকানে ভালো জিনিস পাওয়া যায়। এখন কোথা থেকে ভালো বোমা পাওয়া যায় সেটাই দেখতে হয়।

৬. জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথের পাশে মমতা অভিষেকের ছবি প্রসঙ্গে ব্যঙ্গ করে তিনি বলেন, ভাগ্যিস ওনারা এটা বলছে না রবীন্দ্রনাথ দিদির অনুপ্রেরণায় নোবেল পেয়েছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!