টি ২০ বিশ্বকাপে সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে বিরাট-সূর্য

0 0
Read Time:4 Minute, 36 Second

নিউজ ডেস্ক::টি ২০ বিশ্বকাপের ফাইনাল রবিবার। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। বৃষ্টির সম্ভাবনা থাকায় রিজার্ভ ডে-তেও খেলা হতে পারে। সেক্ষেত্রে টি ২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের নাম জানতে অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত। এরই মধ্যে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হিসেবে মনোনীত করা হলো ৯ জন ক্রিকেটারকে। তাঁদের মধ্যে একজনকে বেছে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ক্রিকেটপ্রেমীদের ভোট।

চলতি টি ২০ বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্সের নিরিখেই ৯ ক্রিকেটারকে বেছে নিয়েছে আইসিসি। ইংল্যান্ড থেকে মনোনীত হয়েছেন তিনজন। পাকিস্তানের ২ জন। ভারত থেকে রয়েছেন দুই তারকা। জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কার একজন করে ক্রিকেটার রয়েছেন টি ২০ বিশ্বকাপে সেরা হওয়ার দৌড়ে। বিরাট কোহলি চলতি টি ২০ বিশ্বকাপে ২৯৬ রান করেছেন, ৯৮.৬৬ গড় এবং ১৩৬.৪০ স্ট্রাইক রেট রেখে। চারটি অর্ধশতরান রয়েছে, তার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৮২ রানের ম্যাচ জেতানো ইনিংসকে টি ২০ কেরিয়ারের সেরা বেছেছিলেন কিং কোহলি।

বিরাট কোহলির সঙ্গেই টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন সূর্যকুমার যাদব। বিশ্বের ১ নম্বর টি ২০ ব্যাটার সেমিফাইনালে হতাশ করলেও ৬টি ম্যাচে ২৩৯ রান করেছেন। নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। স্ট্রাইক রেট ছিল ১৮৯.৬৮।

পাকিস্তানের যে দুই ক্রিকেটার টুর্নামেন্টের সেরা হওয়ার দৌড়ে রয়েছেন তাঁরা হলেন দলের সহ অধিনায়ক শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি। মাঝের ওভারগুলিতে বল হাতে দলকে ভরসা দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ঝড় তুলেছেন শাদাব। ৬ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ২২ রানে তিন উইকেট, ইকনমি ৬.৫৯। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে তিনি ঝড়ের গতিতে দুরন্ত হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। শাহিন শাহ আফ্রিদি চোট সারিয়ে মাঠে ফিরে ক্রমেই ছন্দ ফিরে পাচ্ছেন। তিনিও ৬ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন, গড় ১৪.২০, ইকনমি ৬.১৭।

ইংল্য়ান্ডের অধিনায়ক জস বাটলার ওপেনিং সঙ্গী অ্যালেক্স হেলসকে নিয়ে ভারতকে হারিয়ে দলকে পৌঁছে দিয়েছেন সেমিফাইনালে। বাটলারের অধিনায়কত্ব প্রশংসা কুড়িয়েছে। বাটলার ৫ ম্যাচে ১৯৯ রান করেছেন, স্ট্রাইক রেট ১৪৩.১৬, দুটি হাফ সেঞ্চুরি করেছেন। উইকেটের পিছনে দাঁড়িয়ে তাঁর ৮টি শিকার রয়েছে। জনি বেয়ারস্টোর পরিবর্ত হিসেবে ঢুকে হেলস ৫ ম্যাচে ২১১ রান করেছেন। স্ট্রাইক রেট ১৪৮.৫৯, দুটি হাফ সেঞ্চুরি করেছেন। তাঁদের সঙ্গেই টুর্নামেন্টের সেরা হওয়ার দৌড়ে রয়েছেন স্যাম কারান। ডেথ ওভারে দলকে ভরসা দিচ্ছেন। তিনি ৫ ম্যাচে ১০ উইকেট পেয়েছেন। গড় ১৩.১০, ইকনমি ৭.২৮। জিম্বাবোয়ের সিকান্দর রাজা (৮ ম্যাচে ২১৯ রান) এবং শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গা (৮ ম্যাচে ১৫ উইকেট)-ও রয়েছেন ৯ জনের তালিকায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!