বনকর্মীদের নাকের ডগা দিয়ে বন উজাড় করে দিচ্ছে বনদস্যুরা

0 0
Read Time:2 Minute, 6 Second

নিউজ ডেস্ক::বনরক্ষা কর্মীরা নাকি বন দস্যুদের সাথে জড়িত রয়েছে মোটা অংকের লেনদেনের বিনিময়ে এমনই গুঞ্জন চলছে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে। তা না হলে প্রকাশ্য দিবালোকে গাড়ি বোঝাই কাঠের লগ নিয়ে কি করে বন দপ্তরের কর্মীদের চোখের সামনে দিয়ে বনদস্যুরা চলে যাচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন । বনদপ্তরের সদর্থক ভূমিকা না থাকলেও পুলিশের ভুমিকায় অবশেষে ধরা পরলো গাড়ি বোঝাই সেগুন গাছের লগ । ১৫টি সেগুন গাছের লগ সহ গাড়ির চালককে আটক করে দক্ষিন ত্রিপুরা জেলা বিলোনিয়া থানার পুলিশ । দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া থানার তৎপরতায় গাছের লগগুলি উদ্ধার হয় বিলোনিয়া মনুরমুখ এলাকা থেকে। বিলোনিয়া থানার পুলিশ যানবাহনের কাগজ পত্র চেকিং করার সময় TR03C-1913 এই নম্বরের একটি বুলেরু গাড়ি দেখে সন্দেহ হয় ।

এরপর গাড়ি থামিয়ে পুলিশ গাড়ি চেকিং করতে গিয়ে দেখে কালো পলিথিনে ঢাকা সেগুন গাছের লগ। চালককে আটক করে বৈধ কাগজপত্র দেখাতে বলার পর চালক বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বুলেরু গাড়ি সহ গাছের লগ নিয়ে আসে বিলোনিয়া থানাতে। পাশাপাশি চালককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে বিলোনিয়া থানাতে। এর সাথে কে জড়িত রয়েছে আইনী তদন্তের স্বার্থে পুলিশ মুখ খুলেনি । জানা যায়, এই কাজের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্ৰহন করবে পুলিশ ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!