শুভেন্দু বললেন, ‘শুধু অপেক্ষা করুন আর দেখতে থাকুন’

0 0
Read Time:3 Minute, 55 Second

নিউজ ডেস্ক::ফের ডিসেম্বর তত্ত্ব শুভেন্দু অধিকারীর মুখে! তবে এবার একধাপ এগিয়ে তারিখ জানিয়ে দিলেন বিরোধী দলনেতা। যা রীতিমত তৃণমূলের অন্দরে আতঙ্ক তৈরি করেছে। ঠিক কি হতে চলেছে তাহলে ডিসেম্বরে? ইতিমধ্যে জোর চর্চা সোশ্যাল মিডিয়াতে।

যদিও সেখানে দাঁড়িয়ে বিরোধী দলনেতা জানিয়েছেন, একটা বড় চোর ধরা পড়বে। তবে এবার তাৎপর্যপূর্ণ ভাবে তিনটি তারিখ জানিয়ে কৌতূহলকে আরও একধাপ বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজাম প্যালেসে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। আর সেখান থেকেই কার্যত নরমে-গরমে তৃণমূলকে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, শুধু অপেক্ষা করুন আর দেখতে থাকুন। আর এরপরেই ইঙ্গিত পূর্ণ ভাবে ভাবে তিনটি তারিখ জানান বিরোধী দলনেতা। বলেন, ১২, ১৪ এবং ২১ ডিসেম্বর কী হয় দেখুন! কিন্ত্য কি হবে তা অবশ্য ফের একবার ধোঁয়াশা রেখে দিলেন নন্দীগ্রামের বিধায়ক। পাশাপাশি তিনি বলেন, পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে। আর এজন্যে শাসকদলকে তীব্র আক্রমণ শানান বিজেপি নেতা।

বলে রাখা প্রয়োজন, গত একমাসেরও বেশি সময় ধরে বঙ্গ বিজেপি নেতাদের মুখে ডিসেম্বরের কথা শোনা গিয়েছে। কিন্ত্য এই মাসে কি হবে তা অবশ্য কেউ স্পষ্ট করেননি। তবে এর মধ্যেই মিঠুন চক্রবর্তীর একটি মন্তব্য ঘিরে সরকার পড়ে যাওয়া নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়। তিনি জানান, একাধিক তৃণমূল বিধায়ক যোগাযোগে আছে। যদিও সেই আশঙ্কা খারিজ করে শুভেন্দু অধিকারী অবশ্য জানিয়েছেন, সরকার পড়ছে না। কারণ তাঁরা গণতন্ত্রে বিশ্বাসী। তবে এই ডিসেম্বরেই বড় চোর ধরা পড়বে। কিন্ত্য সে কে? তা বারবার ধোঁয়াশা রেখে গিয়েছেন।

অন্যদিকে শুভেন্দু অধিকারী সম্প্রতি যে তারিখ জানিয়েছেন সেই দিনগুলিতে শুভেন্দু অধিকারীর বেশ কিছু কর্মসূচি রয়েছে। পাশাপাশি অভিষেক সংক্রান্ত মামলারও শুনানি রয়েছে। যেমন ১২ ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডির দিল্লিতে ডেকে জেরা সংক্রান্ত একটি মামলার শুনানি রয়েছে আদালতে। অন্যদিকে আগামী ১৪ ডিসেম্বর অনুব্রত মণ্ডলের মামলার শুনানি রয়েছে। পাশাপাশি ২১ ডিসেম্বর কাঁথিতে অভিষেকের পালটা সভা করবেন শুভেন্দু। আর এর মধ্যে আরও কি ঘটে এই তিনদিনে সেদিকেই নজর সবার!

যদিও বিষয়টি নিয়ে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। কুণাল ঘোষ বলেন, এই তিন দিন যদি তদন্তকারী সংস্থার তৎপরতা বাড়ে তাহলে বোঝা যাবে বিজেপির কথাতেও ওরা চলে। যদিও শুভেন্দুর ডিসেম্বরের পালটা বিজেপির ভাঙার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!