‘ভেজাল হিন্দু’ মমতাকে নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

0 0
Read Time:4 Minute, 32 Second

নিউজ ডেস্ক::তৃণমূল চোর পার্টি। প্রকৃত মেধা যুক্তদের চাকরি তারা দেয়নি, ভবিষ্যতেও দেবে না। যাতে ওএমআর শিট সঠিকভাবে পূরণ করতে পারে, তার জন্য বাছাই করা জায়গায় নেতাদের পরিচিত-পরিজনদের সেন্টার ফেলা হয়েছে। নন্দীগ্রামে এমনটাই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী এদিন নন্দীগ্রামে অভিযোগ করেছেন প্রাথমিক টেটেও কারসাজি করা হয়েছে। নন্দীগ্রামের টেট পরীক্ষার্থীকে যেতে হয়েছে হলদিয়া। কাঁথির টেট পরীক্ষার্থীকে যেতে হয়েছে তমলুক। তমলুকের টেট পরীক্ষার্থীকে যেতে হয়েছে রামনগর। কিন্তু মালদহের মালতিপুরের তৃণমূল বিধায়ক আবদুর রহিম বক্সির মেয়ে ও জামাইয়ের সিট পড়েছে তাদের গ্রামের স্কুলেই। কীভাবে এটা সম্ভব হল, সেই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নজর রয়েছে। সব তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি আরও বলেছেন, বিচার ব্যবস্থা চাকরি চুরির বিরুদ্ধে যেভাবে এগিয়ে এসেছে, সেখানে তথ্য তুলে দেওয়ার দায়িত্ব তাদের।

প্রশ্নের উত্তরে এদিন বিরোধী দলনেতা বলেন, সীমান্ত এলাকায় বিএসএফ সক্রিয় থাকায় গরু পাচারে অন্য পন্থা নিয়েছে পাচারকারীরা। পুরুলিয়া-বাঁকুড়া, পশ্চিম বর্ধমান হয়ে গরু নিয়ে যাওয়া হচ্ছে দক্ষিণ ২৪ পরগনায়। এর পিছনে বেশ কিছু তৃণমূলের নেতা এবং প্রশাসনিক আধিকারিকরা যুক্ত বলেও অভিযোগ করেন তিনি। আসানসোলে সাধারণ মানুষ বেআইনি গরুপাচার রুখেছেন বলে মন্তব্য করে তিনি বলেন, জনতা জাগ্রত হলেই সব সম্ভব হবে।

সোমবার ১২ ডিসেম্বর। বিরোধী দলনেতা যে তিনটি দিনের কথা বলেছিলেন, তার প্রথম এটি। এব্যাপারে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, সবাই দেখতে থাকুন। এই সরকার এমনিতেই চলছে না। আগামী কিছুদিনের মধ্যে যে যে বিষয় সামনে আসবে, তাতে এই সরকার আরও কোণঠাসা হবে বলে মন্তব্য করেছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেছেন, এদের দুর্নীতি আর ব্যাভিচারী রূপের আরও প্রকাশ ঘটবে। সরকার আরও বেশি করে অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়বে। কয়লা-বালি-চাকরি-গরু চুরির সঙ্গে যুক্ত অনেকেই জেলের মধ্যে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

এদিন বিরোধী দলনেতা বলেন, রাজ্যের শাসকদল যত পুলিশ ব্যবহার করতে, ততই তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর তারা অপেক্ষা করছেন ওয়ান নেশন, ওয়ান পুলিশ আইন কবে সংসদে পাশ হবে, তার জন্য। এই বিল সংসদে পাশ হয়ে গেলে অমরনাথদের মতো চাটুকার পুলিশ আধিকারিকদের কী অবস্থা হয়, তা ভবিষ্যতই বলবে।

সিপিএম এবং কংগ্রেসের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় নরম হিন্দুত্বের পথে। এব্যাপারে প্রশ্ন করা হলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভেজাল হিন্দু বলে বর্ণনা করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতই কপালে চন্দন মাখুন এবং দুধ ঢালুন, তাকে সবাই ভেজাল হিন্দু বলেই জানেন। তাই ভেজাল হিন্দু গঙ্গা আরতি করুন আর ডান্ডি নাচ করুন, তাতে কোনও লাভ হবে না। বিরোধী দলনেতা বলেন, বিন্দু হৃদয় সম্রাটের নাম নরেন্দ্র মোদী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!