শ্রী শ্রী সারদা মায়ের আবির্ভাবের ১৭০ তম জন্ম তিথি, আজ সকাল থেকেই সাজো সাজো রব বেলুড় মঠ

0 0
Read Time:2 Minute, 6 Second

নিউজ ডেস্কঃ পরম স্নেহেও পরমানন্দে শ্রী শ্রী সারদা মায়ের ১৭০ তম জন্মতিথিতে সারা রাজ্য ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে। আজ সকাল থেকেই বেলুড় মঠ চত্বর জুড়ে মায়ের ছবি এবং বিভিন্ন সময় বিভিন্ন কার্যকালের চিত্র তুলে ধরা হয়েছে। ১৮৫৩ সালে ১৫ ডিসেম্বরে কৃষ্ণ সপ্তমী তিথিতে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের ঘরে মা সারদার জন্ম হয়। তার পিতার নাম স্বর্গীয় রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা হলেন শ্যামা সুন্দরী দেবী।আজ বৃহস্পতিবার সারাদিনব্যাপী মা সারদার ১৭০ তম জন্ম তিথিতে বেলুর মঠে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বেলুড় মঠে আজকের দিনে বহু মানুষের সমাগম ঘটে। করোনার জন্য গত দু বছর সেই অর্থে কোন অনুষ্ঠান ও জন সমাগম ঘটেনি।

কোভিড কাটিয়ে এবছর ভোর থেকেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে, প্রথমে মঙ্গল আরতি এছাড়াও রয়েছে বেদ পাঠ, ভজন, বিশেষ পুজো, মাতৃ সংগীত, ভক্তিগীতি, শ্যামা সংগীত, পদাবলী কীর্তন, ধর্মসভা, সন্ধ্যা আরতি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে আজকের অনুষ্ঠান। করোনার পরে এত মায়ের ভক্তরা আসতে পেরে আনন্দে তারা কেঁদে ফেলছেন। গোটা দিন ধরে চলবে বেদ পাঠও ভজন। সন্ধ্যাবেলায় সন্ধ্যারতির মধ্যে দিয়ে আজকের দিনের মতো মায়ের আরাধনার পরিসমাপ্তি ঘটবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!