আইপিএল এর নিলামের উত্তাপ বাড়াতে প্রস্তুত দলেরা

0 0
Read Time:3 Minute, 11 Second

নিউজ ডেস্ক : শুক্রবার শুরু হতে চলেছে আইপিএল ২০২৩ এর জন্য ক্রিকেটার দের নিলাম । এই নিলামের আসরে আইপিএল এর ১০ টি ফ্রাঞ্চাইজি টিম কোটি কোটি টাকা দিয়ে প্লেয়ার দের কিনে নিয়ে দল গঠন করে ।

সূত্রের খবর থাকে অনুমান করা হচ্ছে আগামী আইপিএল এর নিলামের জন্য সানরাইজার্স হায়দরাবাদের কাছে আছে ৪২.২৫ কোটি টাকা । তাদের প্লেয়ার নিতে হবে ১৩ টি , যায় মধ্যে বিদেশি ক্রিকেটার এর জন্য স্লট ফাঁকা রয়েছে ৪ টি । পাঞ্জাব কিংস নিলামে নামবে ৩২.২০ কোটি টাকা নিয়ে । ৩ টি বিদেশি প্লেয়ার সহ মোট ৯ জন ক্রিকেটার নিতে হবে তাদের । লখনৌ সুপার জায়ান্টস নামবে ২৩.৩৫ কোটি টাকা নিয়ে । ১০ জন ক্রিকেটার এর জায়গা আছে তাদের , যার মধ্যে বিদেশি ক্রিকেটার নিতে পারবেন ৪ জনকে ।

মুম্বাই ইন্ডিয়ান্স এর পকেটে আছে ২০.০৫ কোটি টাকা । ৯ জন ক্রিকেটার কিনতে হবে তাদের যার মধ্যে ৩ জন বিদেশি প্লেয়ার কে নিতে পারবেন তারা । ৭ জন প্লেয়ার কে কেনার জন্য চেন্নাই সুপার কিংসের কাছে আছে ২০.৪৫ কোটি টাকা , যায় মধ্যে তারা বিদেশি প্লেয়ার কিনতে পারবেন ২ জন । দিল্লী ক্যাপিটালস প্লেয়ার কেনার জন্য খরচ করতে পারবে ১৯.৪৫ কোটি টাকা ।

৫ জন ক্রিকেটার কিনতে পারবে তারা , যার মধ্যে বিদেশি ক্রিকেটার এর সংখ্যা হবে ২ জন । গুজরাট টাইটানস এর খরচ করার জন্য টাকা রয়েছে ১৯.২৫ কোটি টাকা । তাদের ফ্রী স্লট রয়েছে ৭ টি ক্রিকেটার এর জন্য , যায় মধ্যে বিদেশি ক্রিকেটার কিনতে পারবেন ৩ জন কে । রাজস্থান রয়্যালসের পকেটে রয়েছে ১৩.২০ কোটি টাকা । তারা কিনতে পারবেন ৯ জন প্লেয়ার কে , যাদের মধ্যে ৪ জন বিদেশি ক্রিকেটার এর জায়গা রয়েছে । রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের কাছে আছে ৮.৭৫ কোটি টাকা । যার মধ্যে ২ জন বিদেশি ক্রিকেটার সহ ৭ টি ক্রিকেটার দের জায়গা রয়েছে । সবচেয়ে কমটাকা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের পকেটে ৭.০৫ কোটি টাকা । কিন্তু জায়গা ফাঁকা রয়েছে ১১ জন প্লেয়ার এর , যার মধ্যে বিদেশি ক্রিকেটার এর জায়গা রয়েছে ৩ টি ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!