মুখ্যমন্ত্রী স্পষ্ট করলেন সরকার কি ভাবছে?

0 0
Read Time:2 Minute, 10 Second

নিউজ ডেস্ক : চীনে কোভিড দিন দিন বাড়ছে।অমিক্রনের সেই ভাইরেন্ট ভারতে চার জনের শরীরে মিলেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন নির্দেশ জারি করেছে। আজ প্রধানমন্ত্রীও করোনা নিয়ে বৈঠক করেছেন।

এই আবহে ফের কি বাংলায় নাইট কার্ফু জারি করবে কি রাজ্য সরকার? সন্ধ্যায় রাজভবন থেকে বেরিয়ে এ ব্যাপারে স্পষ্ট জবাব দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন’ না । আমরা ওই ধরনের কোন পদক্ষেপএর দিকে এগোচ্ছি না যখন হবে তখন দেখা যাবে’।

বছর এর শেষে এই সময়টা ভরপুর উৎসবের মরসুম। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, এই সময় কি কোন গাইড লাইন দেওয়া হবে? মুখ্যমন্ত্রী বলেন,’ মানুষ উৎসব করবে না? এখন এখানে কোন করোনা নেই। মানুষ এখানে এখন স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছে। যদি হয় তখন আমরা বলবো সতর্কতা অবলম্বনে করুন’।

মুখ্যমন্ত্রীকেএ ও প্রশ্ন করা হয়, আন্তর্জাতিক বিমান যাতে না আসে সে ব্যাপারে কি কেন্দ্রীয় সরকারের কাছে আপনি কোন আরজি জানাবেন, এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন, এ প্রসঙ্গে বিশেষ কিছু তিনি জানেন না এ ব্যাপারে তিনি মন্তব্যও করবেন না ।

কোভিডের নতুন আশঙ্কা নিয়ে ইতিমধ্যেই হৈচৈ পরে গিয়েছে। গতকালই মুখ্যমন্ত্রী একটি কমিটি গড়ে এ ব্যাপারে নজরদারির কথা বলেছিলেন। মমতাএ দিন স্পষ্ট করে দেন, এখনো উদ্বেগের কিছু হয়নি। মুখ্যমন্ত্রী আরও জানান, করো না যদি আসে তাহলেও গঙ্গাসাগর মেলা হবে এবং নিয়ম মেনেই মেলা হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!