করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক মুখ্যমন্ত্রী

0 0
Read Time:2 Minute, 54 Second

নিউজ ডেস্ক::বৃহস্পতিবাদ দিল্লি থেকে প্রধানমন্ত্রী রাজ্যগুলোর উদ্দেশ্যে এক বার্তা পাঠিয়ে করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক করেন। তার প্রেক্ষিতেই নবান্নে মুখ্যমন্ত্রী দ্রুততার সঙ্গে স্বাস্থ্যদপ্তরের সঙ্গে মিটিং করেন। উদ্বেগের কিছু নেই, পরিস্থিতির দিকে নজর রাখছে সরকার’, বার্তা মুখ্যমন্ত্রীর। জানালেন, ‘এখনই নাইট কার্ফু বা বিধিনিষেধের কথা ভাবছে না সরকার। সময়মতো সিদ্ধান্ত নেওয়া হবে। কোভিড বিধি মেনেই গঙ্গাসাগর মেলা হবে’।

চিন ও জাপানে করোনা প্রবলভাবে বেড়ে চলেছে।উদ্বিগ্ন ভারত,উদ্বিগ্ন বিশ্ব।
বিধিনিষেধে শিথিল হতেই ফের সংক্রমণ বাড়ছে চিনে। পড়শি দেশে কোভিডের বাড়বাড়ন্তে আতঙ্কিত ভারত। পরিস্থিতি মোকাবিলায় যখন গাইডলাইন জারি করল ইন্ডিয়ার মেডিক্যাল অ্যাসোসিয়েশন, তখন  ফের মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলার নিয়ম চালু হল সংসদেও। এদিকে ওড়িশার একজন, আর গুজরাটে দু’জনের শরীরের পাওয়া গিয়েছে নয়া প্রজাতির ভাইরাস। কেন্দ্র নির্দেশিকা জারি করার পর তৎপরতা বেড়েছে রাজ্যে। কোভিডে সতর্ক নবান্ন। স্বাস্থ্যসচিবের নেতৃত্বে বিশেষ টিম গঠন করা হয়েছে। সেই টিম রয়েছে কোভিড বিশেষজ্ঞরাও।

এদিন রাজ্যপালকে বড়দিনের শুভেচ্ছা জানাতে যান মুখ্যমন্ত্রী। রাজভবন থেকে বেরিয়ে তিনি বলেন, ”দিল্লিতে তো পাওয়া গিয়েছে। দিল্লি থেকে কলকাতা আসতে কতদিন লাগবে? যদি আসে আমরা দেখব, মোকাবিলা করব। আমরা তো ভেবেছিলাম, করোনা শেষ হয়ে গিয়েছে। আবার সেই করোনা চিনে হচ্ছে’! ২০২০ সালে ২৬ মার্চ প্রথম করোনা আক্রান্তের হদিশ মেলে পশ্চিমবঙ্গে। এরপর লাগাতার ২ বছর ধরে দাপট দেখিয়েছে করোনা! অবশেষে গত রবিবার দৈনিক সংক্রমণে পৌঁছে যায় শূন্যতে! অর্থাৎ সেদিন রাজ্যে নতুন করে আর কেউ করোনা আক্রান্ত হননি!কিন্তু আবার নতুন করে চিন্তায় পড়েছে বাংলা। তবে সতর্ক আছে সরকার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!