কোন ঘরোয়া ক্রিকেটার গেছেন কোন দলে ?

0 0
Read Time:3 Minute, 8 Second

নিউজ ডেস্ক : আইপিএল এর নিলাম বসেছিল শুক্রবার কোচি শহরে । ভারতের মোট ৪২ জন ঘরোয়া ক্রিকেটার দল পেয়েছেন নিলামে ।
সানরাইজার্স হায়দ্রাবাদ দলে নেয় সব থেকে বেশি ঘরোয়া ক্রিকেটার । তারা দলে নিয়েছেন ৮ জন ঘরোয়া ক্রিকেটারকে । বিব্রান্ত শর্মা , মায়াঙ্ক ডাগর , মায়াঙ্ক মারকানডে , উপেন্দ্র যাদব , সনবীর সিং , আনমোলপ্রীত সিং , সামর্থ ব্যাস, নীতিশ রেড্ডি যান সানরাইজার্স হায়দ্রাবাদ এর দলে । ভারতীয় ঘরোয়া ক্রিকেটার দের মধ্যে সব থেকে বেশি দামে বিক্রি হয়েছেন শিবম মাভি। গুজরাট টাইটানস তাকে দলে নিয়েছে ৬ কোটি টাকার বিনিময় । তারা দলে নেয় মোট ৩ জন ঘরোয়া প্লেয়ার কে । শিবম মাভি সহ , কে এস ভরত, উর্ভিল প্যাটেল রয়েছেন গুজরাট টাইটানস এর দলে । বাংলার পেসার মুকেশ কুমারকে ৫.৫ কোটি টাকার বিনিময় দিল্লী দলে নেয় । দিল্লী ঘরোয়া ক্রিকেটার হিসাবে একমাত্র তাকেই দলে নেয় ।


রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস দলে নেয় ৫ জন আনক্যাপড ঘরোয়া ক্রিকেটার কে । রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এর দলে রয়েছেন রাজন কুমার , অবিনাশ সিং , সনুযাদভ , হিমাংশু শর্মা , মনোজ ভান্ডাগে এবং রাজস্থানের দলে রয়েছেন কে এম আসিফ , আব্দুল পি এ , আকাশ বশিষ্ট, কুণাল রাঠোর ও মুরুগান অশ্বিন কে ।


পাঞ্জাব কিংস , মুম্বাই ইন্ডিয়ান্স , লখনৌ সুপার জায়ান্টস , কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস দলে নেয় ৪ জন ঘরোয়া ক্রিকেটার কে। হারপ্রীত ভাটিয়া , শিবম সিং , বিদ্বত কাভেরাপ্পা , মোহিত রথী যান পাঞ্জাব কিংসের দলে । মুম্বাই ইন্ডিয়ান্সের দলে যান – নেহাল ওয়েধরা , রাঘব গোয়েল , বিষ্ণু বিনোদ , শামস মুলানি । লখনৌ সুপার জায়ান্টস দলে নিয়েছে যশ ঠাকুর , স্বপ্নিল সিং , যুধবীর চরক , প্রেরক মানকর কে । কলকাতা নাইট রাইডার্স নেয় নারায়ণ জগদীশান , বৈভব অরোরা , কুলবন্ত খেজরলিয়া , সুয়াস শর্মা কে । ও চেন্নাই সুপার কিংসের দলে রয়েছেন নিশান্ত সিন্ধু , ভগত বর্মা, অজয় মন্ডল , শেক রশিদ ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!