৭ বছরের পুরনো ট্যুইট টেনে এনে কটাক্ষ শুভেন্দুর

0 0
Read Time:1 Minute, 31 Second

নিউজ ডেস্ক : ফেব্রুয়ারি মাসে অরিজিৎ সিং এর কনসার্ট হওয়ার কথা ছিল ইকো পার্কে । কিন্তু বাতিল হয়ে যায় অরিজিৎ এর শো , পারমিশন দেওয়া হয় না শো এর । এই কনসার্ট বাতিলে অনেক আগেই লেগেছে রাজনীতির ছোঁয়া । এবার শো বাতিলে এলো হিন্দু – পাকিস্তানের প্রসঙ্গ ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৭ বছর আগে একটি ট্যুইট করেছিলেন । ট্যুইট টি ছিল ২০১৫ সালের অক্টোবরের , কলকাতায় গুলাম আলির কনসার্ট নিয়ে । তিনি ট্যুইট এ লিখেছিলেন , ” সঙ্গীতের কোনো সীমানা হয় না , সঙ্গীত হলো হৃদয় এর ছন্দ , গুলাম আলি জি এর কনসার্ট হতে পারে কলকাতায় , আমরা সব বন্দোবস্ত করবো । “

বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সেই ট্যুইট কে টেনে এনে সেই ট্যুইট এর স্ক্রীনশট দিয়ে লিখেছেন , ” পাকিস্তানি গুলাম আলির ক্ষেত্রে সঙ্গীতের কোনো সীমানা নেই , কিন্তু হিন্দুস্তানি অরিজিৎ সিং এর ক্ষেত্রে বিষয়টি ভিন্ন ।” অরিজিৎ এর এই শো বাতিল নিয়ে শোরগোল পড়ে গেছে নেয় দুনিয়ায় ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!