পর্ষদের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলার কুহেলি ঘোষের মানহানী মামলা

0 0
Read Time:2 Minute, 50 Second

নিউজ ডেস্ক::নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যে অনেক জল ঘোলা হয়েছে। তদন্তে সিবিআই আসার পরই একে একে দুর্নীতি প্রকাশ্যে আসছে। পর্ষদ প্রকাশিত ভূয় লিস্টের ৯৫২ নম্বরে নাম আছে কুহেলি ঘোষের। মানহানীর অভিযোগ এনে মামলা দায়ের করলেন কুহেলি ঘোষ। তিনি রাজপুর-সোনারপুর পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। মামলাকারী কুহেলি ঘোষের দাবি, তিনি নিয়ম মেনে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন। তাহলে তাঁর ওএমআর শিট জনসমক্ষে এনে কারচুপির তথ্য কেন? সেই প্রশ্ন তুলেছেন মামলাকারী ওই তৃণমূল কাউন্সিলর। এর জন্য প্রয়োজনে সিবিআই তদন্তের মুখোমুখি হতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন কাউন্সিলর। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চে মামলা দায়ের করেছেন তিনি।বিচারপতি বলেছিলেন, বিকৃত OMR শিট সকলের সামনে আনতে হবে। তারপরেই পর্ষদ সেই OMR শিট প্রকাশ করেন।

 সেই তালিকায় নাম রয়েছে মামলাকারীরও। আর এই নিয়েই আপত্তি ওই কাউন্সিলরের। তিনি বলেন, “আমি ২৩ ডিসেম্বর জানতে পারি, পর্ষদের থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে আমার নাম রয়েছে। সেই তালিকায় কেন আমার নাম আছে, তা সত্যিই আমার কাছে এখনও অজানা। আমি এম.এ, বি.এড। আমি আগে প্রাথমিকের শিক্ষক ছিলাম। সেই চাকরি ছেড়ে আমি নতুন কাজে যোগ দিই। আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম, ওএমআর শিটে কত পেয়েছি, বা ইন্টারভিউয়ে কত পেয়েছি… তা কখনোই জানানো হয়নি।” মামলাকারী কাউন্সিলেরর বক্তব্য, “আমাদের শুধু কোয়ালিফায়েড দেখানো হয়েছিল। সেই অনুযায়ী নথি 

যাচাই, ইন্টারভিউ এবং অন্যান্য প্রক্রিয়া মেনেই আমাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এখন আমি চাকরি করছি।” এবার সত্যি সঙ্কটে পড়েছে পর্ষদ কর্তৃপক্ষ। তারা বিভ্রান্ত। কারণ যদি সত্যি ওনার OMR শিট বিকৃত করা হয় সেই দায় মামলাকারীর নয়। এখন দেখার জাস্টিস গাঙ্গুলি কি বিধান দেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!