বিস্ফোরক শুভেন্দু

0 0
Read Time:4 Minute, 45 Second

নিউজ ডেস্কঃ পশ্চিমবঙ্গে যেমন পঞ্চায়েত নির্বাচন অন্যদিকে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে। ত্রিপুরার বিধানসভা নির্বাচন হবে বাংলার পঞ্চায়েত নির্বাচনের আগেই। যেখানে ক্ষমতা ধরে রাখাটা বিজেপির কাছে চ্যালেঞ্জের।

মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যের বাম নেতাদের বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সেই পরিস্থিতিতে এদিন ত্রিপুরায় গেলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দমদমের নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি আক্রমণ করেছেন তৃণমূলকে।

রাজ্যে পুলিশ বলে কিছু নেই। সেই কারণে গত দেড় বছরে ৩০ টি মামলায় সিবিআই-ইডি-এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ দিন ত্রিপুরা যাওয়ার পথে এমনটাই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পুলিশ থাকলে আদালতের মধ্যে এরকম মারামারি করত না।

তিনি এব্যাপারে সারদা মামলায় দেবযানী মুখোপাধ্যায়ের মায়ের অভিযোগের কথা তুলে ধরেন। প্রসঙ্গত দেবযায়ী মুখোপাধ্যায়ের মা অভিযোগ করেছিলেন, তা মেয়েকে জোর করে বয়ান লেখানোর চেষ্টা করছে রাজ্য পুলিশ।
শুভেন্দু অধিকারী এদিন বলেছেন, আইপ্যাকে যাঁরা আগে কাজ করত, তাঁদেরকে অস্থায়ী হোমগার্ডে ঢোকানো হচ্ছে। এছাড়াও দিদির দূতেরও কাজ করবে তাঁরা।

বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, এই রাজ্য থেকে টাকা তুলে নিয়ে গিয়ে তা মেঘালয়ের মতো উত্তর-পূর্বের রাজ্যে কাজে লাগাচ্ছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারীর আরও অভিযোগ মেঘালয় ও ত্রিপুরায় টিন বিতরণ করছে তৃণমূল। সেই ভিডিও তাঁর কাছে রয়েছে বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। পশ্চিমবঙ্গ থেকে লুট করা টাকা সেখানে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

এদিন ত্রিপুরা যাওয়ার আগে শুভেন্দু অধিকারী বলেন, একবছরে তৃণমূলের ইলেক্টোরাল বন্ডে আয় বেড়েছে ১২০০ শতাংশের মতো। তিনি বলেন, কোন কোন ব্যবসায়ী টাকা দিলেন, তা জানা দরকার। কর ছাড় থাকলেও কারা টাকা দিল তা তৃণমূলকে দেখাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। শুভেন্দু অধিকারী বলেছেন, নাগেদের মদের কোম্পানি আইএফবি তৃণমূলকে ইলেক্টোরাল বন্ডে ৪০ কোটি টাকা দিয়েছে। বিরোধী দলনেতা তথ্য দিয়ে বলেছেন, ২০২১-এ নির্বাচনের বছরে তৃণমূল ইলেক্টোরাল বন্ডে পেয়েছিল ৪২ কোটি টাকা।

সেখানে কোন জাদুবলে ২০২২ সালে ৫২৮ কোটি টাকা ইলেক্টোরাল বন্ড তৃণমূল পেল, সেই প্রশ্ন করেছেন তিনি। বালি-পাথরের খাদান যারা চালায়, বেআইনি কাজ যাঁরা করে, যারা কেন্দ্রীয় সরকারের শিক্ষা মিশনের টাকায় স্কুল ব্যাগ, জুতো, পোশাক সরবরাহ করে, সেইসব লোকেরাই এই টাকা দিয়েছে। শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি ধর্মেন্দ্র প্রধানকে বলবেন, সরাসরি অভিভাবকদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে।

এদিন ত্রিপুরায় শুভেন্দু অধিকারীর একাধিক কর্মসূচি রয়েছে। প্রথমেই যাবেন গোমতী জেলায়। বাগমায় বিজেপির সংকল্প সভায় ভাষণ দেবেন শুভেন্দু অধিকারী। তারপর যাবেন চারিলামে। সেখানে জন বিশ্বাস যাত্রায় অংশ নেবেন। এরপর বিশালগড়ে আরও একটি জনবিশ্বাস যাত্রায় অংশ নেবেন তিনি। তবে এদিনই তিনি কলকাতায় ফিরবেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!