আদানী গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির বিরুদ্ধে পথে নামলো কংগ্রেস

0 0
Read Time:2 Minute, 8 Second

নিউজ ডেস্কঃ আদানি গোষ্ঠীর শেয়ার পতন নিয়ে যখন সমগ্র দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সমগ্র দেশের বিরোধীরা সরব, পিছিয়ে নেই বসিরহাটের জাতীয় কংগ্রেসের সমর্থকরা। তারা ভারতীয় জীবন বীমা নিগমের বসিরহাট শাখা কার্য্যালয়ের সামনে সদস্য সমর্থকদের নিয়ে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে।

তাদের দাবি, দেশের বৃহৎ ব্যবসায়িক গোষ্ঠী আদানির বিশ্ববাজারে যে শেয়ার পতন ঘটেছে,তাতে কেন্দ্রীয় সরকার সেই গোষ্ঠীকে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তারা আরো দাবি করেন, ভারতবাসীর নির্ভরস্থল ভারতীয় জীবন বীমা নিগম সহ একাধিক সরকারি সংস্থায় টাকা তছরূপ হচ্ছে।

বসিরহাট টাউন জাতীয় কংগ্রেসের সভাপতি হিরন্ময় দাস বলেন, “পন্ডিত জহরলাল নেহেরু পাঁচ লক্ষ টাকা দিয়ে প্রথম ভারতীয় জীবন বীমা নিগম শুরু করেন। কিন্তু সেই সরকারি সংস্থা ধীরে ধীরে সমগ্র ভারতবাসীর একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বেড়ে ওঠে। যেখানে জীবন বীমা করে ভারতবর্ষের কোটি কোটি মানুষ সুরক্ষাবলয়ে আবদ্ধ করেন।

কিন্তু আদানি গোষ্ঠীর ভারতীয় জীবন বীমা নিগমের প্রায় ২২০০ কোটি টাকা তছরূপ করেছে। তাই তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।” তারা দাবি করেন, যদি অবিলম্বে ভারতবাসীদের জীবন বিমা নিগমের টাকা সুরক্ষিত না করা হয়, তবে এরপর তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!